পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভেঙে পড়ল 400 বছরের দুর্গ ! দেওয়াল চাপা পড়ে মৃত 7 - Rajgarh fort wall Collapses

Wall of Rajgarh Fort Collapsed: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল 400 বছরের পুরনো দুর্গ ৷ সেই দুর্গের দেওয়াল ধসে আশপাশের বেশকিছু বাড়ি ভেঙে পড়েছে ৷ ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন 9 জন। উদ্ধারকরীরা প্রথমে তিনজনের মৃতদেহ উদ্ধার করেন ৷ পরে দু'জনকে কোনও রকমে নিরাপদে উদ্ধার করতে পারেন ৷ বেশ কিছুক্ষণ ধরে আটকে থাকা 4 জনেরও মৃতদেহ পরবর্তীতে উদ্ধার করেন পুলিশকর্মী থেকে প্রশাসন ৷

Wall of Rajgarh Fort Collapsed
দুর্গ ধসে চলছে উদ্ধারকাজ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Sep 12, 2024, 1:51 PM IST

দাতিয়া (মধ্যপ্রদেশ), 12 সেপ্টেম্বর:রাতভর চলেছে বৃষ্টি ৷ যার জেরে 400 বছরের পুরনো দুর্গ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ৷ মধ্যপ্রদেশের দাতিয়ার খালকাপুরায় গত 36 ঘণ্টা ধরে টানা বৃষ্টির জেরে এই বিপত্তি! বৃহস্পতিবার ভোর দুর্গের দেওয়াল ভেঙে পড়ায় আশপাশের বাড়িগুলি ক্ষতিগ্রস্থ হয় ৷ ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন 9 জন। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনিক কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকার্য শুরু করেন ৷ ধ্বংসস্তূপ থেকে 7 জনের মৃতদেহ উদ্ধার হয় ও 2 জনকে নিরাপদে উদ্ধার করা হয়। আহতরা বর্তমানে চিকিৎসাধীন ৷

ভেঙে পড়ল 400 বছরের দুর্গ (ইটিভি ভারত)

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, 400 বছরের দুর্গটি দাতিয়ার রাজা তৈরি করেছিলেন ৷ কিন্তু দেখভালের অভাবে বর্তমানে তার ভগ্নপ্রায় দশা ৷ কিন্তু গত 36 ঘণ্টার টানা বৃষ্টিতে বৃহস্পতিবার ভোর চারটার দিকে বিকট শব্দে তার দুর্গের একটি দেওয়াল ধসে পড়ে। ধ্বংসস্তূপে চাপা পড়ে আশপাশের বাড়ির লোকজনরা ৷ দৌড়ে অনেকে প্রাণ বাঁচানোর চেষ্টা করে ৷ কিন্তু 9 জন ভেঙে পড়া অংশের নীচে চাপা পড়েন ৷ খবর পেয়ে পুলিশ সুপার, জেলাশাসক, এসডিওপিও ঘটনাস্থলে পৌঁছন।

দেওয়াল চাপা পড়ে মৃত 7 (ইটিভি ভারত)

খবর দেওয়া হয় এসডিআরএফকেও ৷ একে সরু রাস্তা ও দুর্গের বড় পাথর ভেঙে রাস্তার উপর পড়ায় জেসিবি গাড়ি উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছতে বেশ সমস্যায় পড়ে। উদ্ধারকরীরা প্রথমে তিনজনের মৃতদেহ উদ্ধার করেন ৷ পরে দু'জনকে কোনও রকমে নিরাপদে উদ্ধার করতে পারেন ৷ বেশ কিছুক্ষণ ধরে আটকে থাকা 4 জনেরও মৃতদেহ উদ্ধার করেন ৷ মৃতদের মধ্যে একই পরিবারের 5 জন বাকি দু'জন তাঁদেরই আত্মীয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে দুর্ঘনাস্থলে আর কেউই আটকে নেয় ৷

মৃতদের পরিবারের লোকজন (ইটিভি ভারত)
  • ট্রাকের ধাক্কায় স্কুটি চালকের মৃত্যু, ক্ষিপ্ত জনতার মারে হাসপাতালে ভর্তি থানার আইসি

ABOUT THE AUTHOR

...view details