পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে ট্র্যাক্টরের সঙ্গে ধাক্কা, 20 ফুট গভীরে পড়ল বাস; মৃত 5 পুণ্যার্থী - Pilgrims Bus Accident - PILGRIMS BUS ACCIDENT

Mumbai-Pune Express Accident: আষাঢ় মাসের একাদশীতে পান্ধারপুরে যাচ্ছিলেন পুণ্যার্থীরা ৷ রাতে বাসটির সামনে হঠাৎ একটি ট্র্যাক্টর চলে আসে ৷ বাসটি ওই ট্র্যাক্টরে ধাক্কা মারে এবং পাশে 20 ফুট গভীর খাদে উলটে পড়ে যায় ৷

Mumbai-Pune Express Bus Accident
মুম্বইয়ে বাস দুর্ঘটনা (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jul 16, 2024, 4:24 PM IST

মুম্বই, 16 জুলাই:আষাঢ় মাসের একাদশীতে পুণ্যার্থীদের নিয়ে পান্ধারপুরে যাচ্ছিল বাসটি ৷ পথেই দুর্ঘটনা ৷ মৃত্যু হল কমপক্ষে 5 পুণ্যার্থীর ৷ আহত অনেক ৷ পুলিশ সূত্রে খবর, সোম ও মঙ্গল মধ্যরাতে এই দুর্ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে ৷ নিয়ন্ত্রণ হারিয়ে ট্র্যাক্টরে ধাক্কা মারার পরিণতি এই দুর্ঘটনা ৷

আষাঢ় মাসে একাদশী উপলক্ষ্যে পান্ধারপুরে বিশেষ পুজো দিতে যাচ্ছিলেন পুণ্যার্থীরা ৷ সোমবার মহারাষ্ট্রের থানের ডোমবিভিলি থেকে 54 জন যাত্রীকে নিয়ে যাত্রা শুরু করে বাসটি ৷ মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে পানভেলে বাসটির সামনে হঠাৎ একটি ট্র্যাক্টর চলে আসে ৷ তখন বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ৷ ফলে বাসটির সঙ্গে ট্র্যাক্টরটির মুখোমুখি সংঘর্ষ হয় ৷ বাসটি 20 ফুট গভীর খাদে পড়ে যায় ৷

এই দুর্ঘটনায় 5 পুণ্যার্থীর ঘটনাস্থলেই মৃত্যু হয় ৷ বহু পুণ্যার্থী আহত হয়েছেন ৷ তাঁদের মধ্যে 8 জনের অবস্থা আশঙ্কাজনক ৷ এই দুর্ঘটনা প্রসঙ্গে নবি মুম্বইয়ের ডিসিপি বিবেক পানসারে জানিয়েছেন, সোমবার রাত 1টা মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েতে একটি দুর্ঘটনা ঘটেছে ৷ আষাঢ়ি একাদশী পালন করতে 54 জন তীর্থযাত্রী মুম্বই থেকে পান্ধারপুরে যাচ্ছিলেন ৷ বাসে যাত্রী ভর্তি ছিল ৷ সেই অবস্থাতেই বাসটির সঙ্গে ট্র্যাক্টরের সংঘর্ষ হয় ৷ বাসটি খাদে পড়ে যায় ৷ 42 জন পুণ্যার্থী আহত হয়েছেন ৷ তাঁদের চিকিৎসার জন্য এমজিএম হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেখান থেকে কয়েকজনকে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷

এর আগে চলতি মাসের প্রথম দিকে উত্তরপ্রদেশের উন্নাওয়ের লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে একটি ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয় 18 জনের ৷ জানা যায়, একটি বাস বিহারের সীতামারহি থেকে দিল্লি যাচ্ছিল। ভোরে বেহতা মুজাওয়ার থানা এলাকার গাধা গ্রামের সামনে ঘটনাটি ঘটে ৷ দুরন্ত গতিতে ছুটে আসা বাসটির সঙ্গে দুধের ট্যাঙ্কারের ধাক্কা লাগে ৷ সঙ্গে সঙ্গে উলটে যায় বাসটি ৷ ঘুমন্ত অবস্থায় ঘটনাস্থলেই মৃত্যু হয় 18 জনের ৷ আহত হন 30 জন ৷ এই দুর্ঘটনায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শোকপ্রকাশ করেন ৷

ABOUT THE AUTHOR

...view details