পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মহাকুম্ভ থেকে ফেরার পথে গাড়ির সঙ্গে ডাম্পারের সংঘর্ষ ! মৃত একই পরিবারে 4 - SONBHADRA ROAD ACCIDENT

মহাকুম্ভ থেকে ওই চারচাকা গাড়িতে বাড়ি ফিরছিলেন পুণ্যার্থীরা ৷ সোনভদ্র অতিক্রম করতেই একটি ডাম্পারের ধাক্কা মারে গাড়িটিকে ৷ পথ দুর্ঘটনায় প্রাণ যায় 4 জনের ৷

DEVOTEES CAR ACCIDENT
চারচাকা-ডাম্পারের সংঘর্ষ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Feb 9, 2025, 1:30 PM IST

সোনভদ্র (উত্তরপ্রদেশ), 9 ফেব্রুয়ারি:প্রয়াগরাজ থেকে স্নান সেরে ফিরছিলেন পুণ্যার্থীরা ৷ রবিবার সকাল 8টা নাগাদ সোনভদ্রার কাছে ওই চারচাকাটিতে ধাক্কা মারে একটি ডাম্পার ৷ এত জোড়ে সংঘর্ষ হয় যে ছত্তিশগড়ের ওই পুণ্যার্থীদের গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে যায় ৷ ঘটনাস্থলেই 4 জনের মৃত্যু হয় ৷ পাশাপাশি, 7 জন আহত হন। তাঁদের মধ্যে 2 শিশুও রয়েছে ৷

দুর্ঘটনা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে তড়িঘড়ি যান স্থানীরা ৷ আহতদের ভেঙে যাওয়া গাড়ি থেকে উদ্ধারের কাজে হাত লাগান তাঁরা ৷ পাশাপাশি পুলিশেও খবর দেওয়া হয় ৷ স্থানীয় ও পুলিশদের তৎপরতায় আগতদের পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয় ৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ৷ নিহতদের মধ্যে রয়েছেন রামকুমারের স্ত্রী লক্ষ্মীবাঈ (30), অনিল প্রধান কেশপালি (37), ঠাকুর রাম যাদব (58), ঠাকুর যাদবের স্ত্রী রুক্মণি যাদব (56)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছত্তিশগড়ের রায়পুর এবং সারঙ্গগড় থেকে 11 জন পুণ্যারাথী একটি বোলেরোতে করে মহাকুম্ভ স্নানের জন্য গিয়েছিলেন। রবিবার সকালে তাঁরা বাড়ি ফিরছিলেন। এই সময়, সোনভদ্রের বাভানি এলাকায় ছত্তিশগড় সীমানার কাছে গাড়িটি সামনে অপরদিক থেকে একটি ডাম্পার চলে আসে ৷ দুর্ঘটনায় একেবারে দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি ৷ গাড়িতে থাকা চারজনের ঘটনাস্থলেই মৃত্যু হয় ৷ আরও 7 জন আহত হন।

গাড়িচালক রামকুমার যাদব (33), চক্রধর যাদবের স্ত্রী দিলীপা দেবী (58), রামকুমারের ছেলে অভিষেক যাদব (4), রামকুমারের ছেলে আহান যাদব (6), যোগী লাল (36), হর্ষিত যাদব (আড়াই বছর) এবং সুরেন্দ্রী দেবী (35) আহত হন। সকলেরই বভনি পিএইচসিতে চিকিৎসা চলছে। দুর্ঘটনায় মৃতরা সকলেই একই পরিবারের সদস্য বলে জানা গিয়েছে। সিও দুধি প্রদীপ সিং চান্দেল বলেন, "সকালে দুর্ঘটনাটি ঘটে। দু'টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে 4 জন মারা যান, এবং 7 জন আহত হন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।"

ABOUT THE AUTHOR

...view details