জেহানাবাদ (বিহার), 12 অগস্ট: বিহারের জেহানাবাদ জেলায় পদপিষ্ট হয়ে 7 পুণ্যার্থীর মৃত্যু ৷ নিহতদের মধ্যে রয়েছেন 5 জন মহিলা ৷ ভানাভার পাহাড়ে অবস্থিত সিদ্ধানাথ মন্দিরে ভিরের কারণে পদপিষ্টের ঘটনাটি ঘটে ৷ শ্রাবণ মাসের চতুর্থ সোমবার জলাভিষেকের জন্য পুণ্যার্থীররা জড়ো হয়েছিলেন ৷ রাত 12টার পর এ ঘটনা ঘটে ৷
আজ শ্রাবণে মাসের চতুর্থ সোমবার ৷ বিহারের জেহানাবাদ জেলায় ভানাভার পাহাড়ে বাবা সিদ্ধিনাথের মন্দিরে জলাভিষেকের জন্য রবিবার রাতেই জড়ো হন শিব ভক্তরা । অতিরিক্ত ভিড়ের কারণে গভীর রাতে পদপিষ্টের ঘটনা ঘটে ৷ এ ঘটনায় এখনও পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে । এঁদের মধ্যে 5 জন মহিলা ও 2 পুরুষ ৷ আহতের সংখ্যা 9 ৷ তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে ৷
প্রত্যক্ষদর্শীদের মতে, সোমবারের কারণে ভক্তদের প্রচুর ভিড় জমেছিল । বাবা সিদ্ধনাথের দর্শন পেতে তালালা গঙ্গা ও গৌঘাট হয়ে বিপুল সংখ্যক ভক্ত পাহাড়ে পৌঁছন । যার জেরে মন্দিরের কাছে বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয় ৷ এরপর হঠাৎ লোকজন এদিক-ওদিক ছুটতে থাকে ৷ এতে অনেকে পড়ে যায় ৷ ঘটনাস্থলেই সাত জনের মৃত্যু হয় ৷ অনেকে গুরুতর আহতও হয়েছেন । সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।