রুদ্রপ্রয়াগ (উত্তরাখণ্ড), 15 জুন: বদ্রিনাথ হাইওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা ঘটনা ঘটেছে শনিবার । একটি টেম্পো ট্রাভেলার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে উলটে অলকানন্দা নদীতে পড়ে গিয়েছে । দুর্ঘটনায় কমপক্ষে 12 জনের মৃত্যু এবং প্রায় 7 জন আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে । টেম্পো ট্রাভেলারে প্রায় 23 জন ছিল বলে জানা গিয়েছে । উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে বদ্রীনাথ হাইওয়ের রেন্টোলির কাছে দুর্ঘটনাটি ঘটে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ৷ এসপি বিশাখা অশোক ভাদানে দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছেন । পুলিশ প্রশাসন, জেলা বিপর্যয় মেকাবিলা বাহিনী, ডিডিআরএফ এবং অন্যান্য দল ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে । এখনও পর্যন্ত মোট 6 জন আহতকে এয়ারলিফট করে ঋষিকেশ এইমসে পাঠানো হয়েছে । ঘটনায় শোকপ্রকাশ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ৷
দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি । তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, "রুদ্রপ্রয়াগে টেম্পো ট্রাভেলারের দুর্ঘটনার খরবে আমি ব্যথিত । স্থানীয় প্রশাসন ও এসডিআরএফ দল উদ্ধার কাজ করছে। আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে । জেলাশাসককে ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে । আমি ঈশ্বরের কাছে মৃতদের আত্মার শান্তি কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা রয়েছে ৷ আমি আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি ।"