পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রুদ্রপ্রয়াগে নদীতে টেম্পো উলটে মৃত 12, শোকপ্রকাশ রাষ্ট্রপতির - Rudraprayag Accident - RUDRAPRAYAG ACCIDENT

Road Accident at Rudraprayag: রুদ্রপ্রয়াগের বদ্রীনাথ হাইওয়ে থেকে নদীতে উলটে পড়ে গেল একটি টেম্পো ট্রাভেলার ৷ দুর্ঘটনায় কমপক্ষে 12 জনের বেশি মৃত্যু হয়েছে । আহত হয়েছেন আরও অনেকে ৷ উদ্ধার কাজ চলছে ৷ ঘটনার শোকপ্রকাশ করেছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷

Road Accident
পথ দুর্ঘটনা উত্তরাখণ্ডে (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Jun 15, 2024, 1:52 PM IST

Updated : Jun 15, 2024, 7:10 PM IST

রুদ্রপ্রয়াগ (উত্তরাখণ্ড), 15 জুন: বদ্রিনাথ হাইওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা ঘটনা ঘটেছে শনিবার । একটি টেম্পো ট্রাভেলার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে উলটে অলকানন্দা নদীতে পড়ে গিয়েছে । দুর্ঘটনায় কমপক্ষে 12 জনের মৃত্যু এবং প্রায় 7 জন আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে । টেম্পো ট্রাভেলারে প্রায় 23 জন ছিল বলে জানা গিয়েছে । উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে বদ্রীনাথ হাইওয়ের রেন্টোলির কাছে দুর্ঘটনাটি ঘটে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ৷ এসপি বিশাখা অশোক ভাদানে দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছেন । পুলিশ প্রশাসন, জেলা বিপর্যয় মেকাবিলা বাহিনী, ডিডিআরএফ এবং অন্যান্য দল ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে । এখনও পর্যন্ত মোট 6 জন আহতকে এয়ারলিফট করে ঋষিকেশ এইমসে পাঠানো হয়েছে । ঘটনায় শোকপ্রকাশ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ৷

দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি । তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, "রুদ্রপ্রয়াগে টেম্পো ট্রাভেলারের দুর্ঘটনার খরবে আমি ব্যথিত । স্থানীয় প্রশাসন ও এসডিআরএফ দল উদ্ধার কাজ করছে। আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে । জেলাশাসককে ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে । আমি ঈশ্বরের কাছে মৃতদের আত্মার শান্তি কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা রয়েছে ৷ আমি আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি ।"

এ দিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ঘটনায় শোকপ্রকাশ করে এক্স হ্যান্ডেলে লিখেছেন, "উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে পথ দুর্ঘটনার দুঃখজনক খবর পেয়েছি । এই দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা রয়েছে । স্থানীয় প্রশাসন এবং এসডিআরএফ দল উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে ৷ আহতদের সম্ভাব্য সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে । ঈশ্বরের কাছে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি ।"

পাহাড়ি এলাকায় পথ দুর্ঘটনা থামার নামই নিচ্ছে না। প্রতিদিনই পথ দুর্ঘটনায় প্রাণ কাড়ছে পাহাড়ে। উত্তরাখণ্ডে পুরোদমে চলছে চারধাম যাত্রা। চারধাম যাত্রায় বিপুল সংখ্যক ভক্ত আগমন ঘটছে এখানে ৷ যার কারণে রাস্তায় যানবাহনের চাপও অনেক বেশি । চারধাম যাত্রার জন্য পাহাড়ি পথ পাড়ি দিতে হয় ৷ যেখানে একটি ভুল পদক্ষেপ জীবন কেড়ে নিতে পারে।

এর আগে 12 জুন উত্তরকাশীর গঙ্গোত্রী জাতীয় সড়কে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গিয়েছিল । দুর্ঘটনায় তিন মহিলার মৃত্যু হয়েছিল ও 24 জন আহত হয়েছিলেন । বাসটি খাদে পড়ে একটি গাছে আটকে যায় ৷ যার ফলে বাসে থাকা বাকিদের প্রাণ বেঁচে যায় ৷ 9 জুন নৈনিতাল জেলার বেতালঘাটে রাতে একটি পিকআপ গাড়ি খাদে পড়ে যায় । ওই দুর্ঘটনায় দু'জন নিহত এবং 13 জন আহত হয়েছিলেন ৷

Last Updated : Jun 15, 2024, 7:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details