কলকাতা, 30 জুলাই: হাওড়া-মুম্বই মেলের দুর্ঘটনায় উদ্ধার কাজ শেষ হল । পাশাপাশি ঘটনায় মৃতের পরিবারকে 10 লক্ষ এবং বেশি আহতদের 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য কথা ঘোষণা করা হয়েছে রেলের তরফে। আর অল্প আহতদের এক লক্ষ টাকা করে সাহায্যের কথাও জানিয়েছে রেল ৷ হাওড়া-সিএসটিএম মুম্বই মেলের যাত্রীদের ঘটনাস্থল থেকে প্রথমে চক্রধরপুরে নিয়ে আসা হচ্ছে। সেখান থেকে বিশেষ ট্রেন এবং বাসের সাহায্যে গন্তব্যে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওমপ্রকাশ চরণ।
- যে আটজন অল্প আহতকে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে তাঁদের নামের তালিকা প্রকাশ করেছে ভারতীয় রেল ।
নিমাই প্রামাণিক । বয়স 52 । পিএনআর নম্বর 6136982757 । কোচ নম্বর B4 । বার্থ নম্বর 25 ।
বাদল কুমার দাস । বয়স 69 । পিএনআর নম্বর 6487050190 । কোচ নম্বর B4 । বার্থ নম্বর 4 ।
আশা খানরকর । বয়স 67 । পিএনআর নম্বর 6139308995 । কোচ নম্বর B3 । বার্থ নম্বর 20 ।
প্রদীপ আগারওয়াল । বয়স 36 । পিএনআর নম্বর 70U1DU720P (UTS) ।
সুজয় দাস । বয়স 36 । পিএনআর নম্বর 6438665153 । কোচ নম্বর M2 । বার্থ নম্বর 55 ।
নিজাম উদ্দিন হক । বয়স 50 । পিএনআর নম্বর 6739391255 । কোচ নম্বর A1 । বার্থ নম্বর 51 ।
সবিতা দাস । বয়স 57 । পিএনআর নম্বর 6487050190 । কোচ নম্বর B4 । বার্থ নম্বর 1 ।
হারুল শেখ । বয়স 29 । পিএনআর নম্বর 6739390460 । কোচ নম্বর B3 । বার্থ নম্বর 36 ।
অন্যদিকে, দক্ষিণ-পূর্ব রেলের চক্রধরপুর ডিভিশনের কাছে 12810 হাওড়া সিএসএমটি মুম্বাই মেলের বগি লাইনচ্যুত হয়ে যাওয়ার জেরে পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেল শাখার একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়াও আরও বেশ কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে এবং বেশ কিছ ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে।