ঝাঁসি, 16 নভেম্বর: ভয়াবহ আগুন ঝাঁসি মহারানি লক্ষ্মীবাঈ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৷ অগ্নিদগ্ধ হয়ে মৃত 10টি সদ্যোজাত ৷ গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি 16টি শিশু ৷ প্রাথমিক খবর, মেডিক্যাল কলেজের শিশু বিভাগে আগুন লাগে ৷ দমকলের অনুমান, শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে ৷ ওয়ার্ডের জানলা ভেঙে উদ্ধার করা হয়েছে প্রায় 40টি শিশুকে । এখনও চলছে উদ্ধারকাজ ।
দুর্ঘটনার সময় এনআইসিইউ ওয়ার্ডে ভর্তি ছিল 54টি নবজাতক । উদ্ধার হওয়া প্রতিটি শিশুর বয়স 1 দিন থেকে 1 মাস ৷ ঝাঁসির জেলাশাসক অবিনাশ কুমার 10টি শিশুর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন । 16টি শিশুকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, প্রত্যেকটি শিশুর অবস্থা আশঙ্কাজনক ৷
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত সাড়ে 10টা নাগাদ ঝাঁসির মহারানি লক্ষ্মীবাঈ মেডিক্যাল কলেজে আগুন লাগে ৷ শর্টসার্কিট থেকে আগুন লাগে হাসপাতালের এনআইসিইউ ইউনিটে (নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট) আগুন লাগে । ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন । যদিও দমকল কর্মীরা পৌঁছনোর আগেই এনআইসিইউ’র জানলা ভেঙে চিকিৎসক ও হাসপাতালের কর্মীরা উদ্ধারকাজ শুরু করে দেন ৷