পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আদানি ইস্যুতে হিন্ডেনবার্গকে নোটিশ সেবির, 'ননসেন্স' বলল মার্কিন সংস্থা - SEBI Notice to Hindenburg - SEBI NOTICE TO HINDENBURG

SEBI Sends Notice to Hindenburg: আদানি গোষ্ঠীর বিরুদ্ধে বেআইনিভাবে শেয়ারদর বাড়ানো-সহ একাধিক অভিযোগ তুলে মার্কিন ব্রডসাইট হিন্ডেনবার্গ একটি প্রতিবেদন প্রকাশ করেছিল ৷ এবার সেই প্রতিবেদনের বিরুদ্ধে হিন্ডেনবার্গকে শো-কজ নোটিশ পাঠাল ভারতের বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি ৷ তবে মার্কিন সংস্থার মতো সেবির নোটিশ ননসেন্স ৷

ETV BHARAT
আদানি-হিন্ডেনবার্গ মামলায় মার্কিন সংস্থাকে নোটিশ সেবির ৷ (ফাইল চিত্র)

By PTI

Published : Jul 2, 2024, 9:01 PM IST

নয়াদিল্লি, 2 জুলাই: ভারতের বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি এবার শো-কজ নোটিশ পাঠাল হিডেনবার্গকে ৷ আদানি গোষ্ঠীর বিরুদ্ধে হিন্ডেনবার্গ 2023 সালে অনৈতিকভাবে ব্যবসা বাড়ানো-সহ একাধিক অভিযোগ তুলে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল ৷ সে নিয়েই এবার মার্কিন সংস্থাকে কারণ জানতে চেয়ে নোটিশ দেওয়া হয়েছে ৷ যদিও, হিন্ডেনবার্গ সেবির এই নোটিশকে 'ননসেন্স' বলে উল্লেখ করেছে ৷

হিন্ডেনবার্গের তরফে বলা হয়েছে, "আদানি গোষ্ঠীর বিরুদ্ধে যে দুর্নীতি ফাঁস হয়ে গিয়েছে, তা ধামাচাপা দিতে একটি 'ননসেন্স' প্রয়াস করা হচ্ছে ৷" সেবি অর্থাৎ, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া গত 26 জুন হিন্ডেনবার্গ সংস্থাকে এই শো-কজের চিঠি পাঠিয়েছে ৷ সেখান অভিযোগ করা হয়েছে, 2023 সালের জানুয়ারি মাসের রিপোর্টে হিন্ডেনবার্গ ইচ্ছাকৃতভাবে চাঞ্চল্য তৈরি করেছে ৷ গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে বিকৃত করা হয়েছে ৷ যেখানে নিউইয়র্কের সংস্থা হেজ ফান্ডের সঙ্গে এনিয়ে বাজি ধরা হয়েছিল বলেও শো-কজ নোটিশে উল্লেখ করেছে সেবি ৷

হিন্ডেনবার্গের তরফে সেবির পাঠানো সেই নোটিশ তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে ৷ সঙ্গে বলা হয়েছে, তারা আদানির ঘোষিত স্টক থেকে মাত্র 4.1 মিলিয়ন মার্কিন ডলার উপার্জন করেছে ৷ কিন্তু, ভারতের বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি 2023 সালের জানুয়ারি মাসে প্রকাশিত রিপোর্টে দেওয়া প্রমাণের ভিত্তিতে তদন্ত করেনি ৷ ওয়েবসাইটে সেখানে বলা হয়েছে, আদানি গোষ্ঠী বিলিয়ন ডলার তাদের বিভিন্ন ব্যক্তিগত ও সরকারি সম্পত্তিতে বিনিয়োগ করেছে ৷ অন্যদিকে, সেবি মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত বিনিয়োগকারী সংস্থার উপর নিজেদের প্রভাব দেখাতে চাইছে বলেও অভিযোগ করেছে হিন্ডেনবার্গ ৷

উল্লেখ্য, গত বছর অগস্ট মাসে সুপ্রিম কোর্টে সেবি আদানি গোষ্ঠীর বিরুদ্ধে তদন্ত নিয়ে একটি রিপোর্ট জমা দিয়েছিল ৷ সেখানে বলা হয়েছিল 22টি অভিযোগের তদন্ত শেষ হয়ে গিয়েছে ৷ সুপ্রিম কোর্টে জমা দেওয়া স্ট্যাটাস রিপোর্টে সেবি দাবি করেছিল, 13টি লেনদেনের গরমিল খতিয়ে দেখা হচ্ছিল ৷ সেই সঙ্গে দু’টি লেনদেনে আইন অনুযায়ী শেয়ারের দর নির্ধারণ করা হয়েছে কি না, তাও তদন্ত করছিল সেবি ৷ সেই তদন্ত ইতিমধ্যে শেষ হয়েছে বলে মনে করা হচ্ছে ৷ আর তারপরেই সেবির তরফে হিন্ডেনবার্গকে এই শো-কজ নোটিশ পাঠানো হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details