অমৃতসর, 15 ফেব্রুয়ারি: 15-16 ফেব্রুয়ারি অবৈধ ভারতীয় অভিবাসীদের নিয়ে আরও দুটি মার্কিন বিমান পঞ্জাবের অমৃতসরে অবতরণের কথা রয়েছে। এই দ্বিতীয় দলে 119 জন অবৈধ ভারতীয় অভিবাসী রয়েছেন বলে জানি গিয়েছে। শনিবার রাত 10টা নাগাদ বিমানটি অমৃতসরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে। অমৃতসরে অবৈধ মার্কিন অভিবাসীদের বহনকারী দ্বিতীয় বিমানের অবতরণের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান । তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পঞ্জাব এবং পাঞ্জাবিদের বদনাম করার চক্রান্তের অভিযোগ করেছেন ৷
শুক্রবার অমৃতসরে এক সংবাদ সম্মেলনে পঞ্জাবের মুখ্যমন্ত্রী বলেন, "কেন্দ্রীয় সরকার পঞ্জাব এবং পাঞ্জাবিদের বদনাম করার ষড়যন্ত্র করছে। আমেরিকায় যখন ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে সরকার গঠিত হয়, তখন থেকেই এই নির্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে। বিজেপি-নেতৃত্বাধীন কেন্দ্র ,সব সময় পঞ্জাবের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করে। ওরা পঞ্জাবকে অপমান করার কোনও সুযোগই হাতছাড়া করে না।"