পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অবৈধ অভিবাসীদের দ্বিতীয় বিমানও অমৃতসরে; কেন্দ্রীয় চক্রান্তের অভিযোগ ভগবন্ত মানের - US DEPORTATION BATCH 2

আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের দ্বিতীয় দল শনিবার অমৃতসরে পৌঁছাবে। এই ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধে পঞ্জাব এবং পাঞ্জাবিদের বদনাম করার চক্রান্তের অভিযোগ করেছেন ভগবন্ত মান ।

Second Batch Of Indian Deportees from US
অবৈধ অভিবাসীদের দ্বিতীয় বিমান আসছে অমৃতসরে (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Feb 15, 2025, 9:53 AM IST

অমৃতসর, 15 ফেব্রুয়ারি: 15-16 ফেব্রুয়ারি অবৈধ ভারতীয় অভিবাসীদের নিয়ে আরও দুটি মার্কিন বিমান পঞ্জাবের অমৃতসরে অবতরণের কথা রয়েছে। এই দ্বিতীয় দলে 119 জন অবৈধ ভারতীয় অভিবাসী রয়েছেন বলে জানি গিয়েছে। শনিবার রাত 10টা নাগাদ বিমানটি অমৃতসরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে। অমৃতসরে অবৈধ মার্কিন অভিবাসীদের বহনকারী দ্বিতীয় বিমানের অবতরণের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান । তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পঞ্জাব এবং পাঞ্জাবিদের বদনাম করার চক্রান্তের অভিযোগ করেছেন ৷

শুক্রবার অমৃতসরে এক সংবাদ সম্মেলনে পঞ্জাবের মুখ্যমন্ত্রী বলেন, "কেন্দ্রীয় সরকার পঞ্জাব এবং পাঞ্জাবিদের বদনাম করার ষড়যন্ত্র করছে। আমেরিকায় যখন ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে সরকার গঠিত হয়, তখন থেকেই এই নির্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে। বিজেপি-নেতৃত্বাধীন কেন্দ্র ,সব সময় পঞ্জাবের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করে। ওরা পঞ্জাবকে অপমান করার কোনও সুযোগই হাতছাড়া করে না।"

প্রথমে আমেরিকা থেকে বিতাড়িত মানুষদের বহনকারী প্রথম বিমানটি এসেছিল এবং এখন দ্বিতীয় বিমানটিও অমৃতসরে অবতরণ করবে ৷ ভগবন্ত মানের প্রশ্ন, এই বিমান কেন শুধুমাত্র অমৃতসরেই অবতরণ করবে? পঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, কেন বারবার অমৃতসরকে বেছে নেওয়া হচ্ছে? কারণ, কেন্দ্র এই রাজ্যকে বদনাম করতে চায়। এটা কী এমন উপহার যে আমাদের জনগণকে শিকলে বেঁধে রাখা হয়েছে?

তাঁর অভিযোগ, অবৈধ ভারতীয় অভিবাসীদের বহনকারী প্রথম মার্কিন বিমানে হরিয়ানা এবং গুজরাতের 33 জন এবং পঞ্জাবের 30 জন ছিলেন। কেন দেশের রাজধানী না হয়ে অমৃতসরকে বেছে নিওয়া হল? পঞ্জাব এবং পাঞ্জাবিদের বদনাম করার জন্য এমনটা করা হচ্ছে ৷ কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ পঞ্জাবের মুখ্যমন্ত্রী ৷ "এটি ইচ্ছাকৃত ভাবে করা হচ্ছে যাতে মনে হয় যে শুধুমাত্র পঞ্জাবিরাই অবৈধভাবে অভিবাসী ৷"

আরও পড়ুন
হাতকড়া ও পায়ে শিকল, আমেরিকা থেকে ভারতে ফিরে জানালেন অবৈধ অভিবাসীরা
আমেরিকায় অবৈধ 104 ভারতীয় অভিবাসীকে নিয়ে অমৃতসরে নামল মার্কিন বিমান

ABOUT THE AUTHOR

...view details