পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

'ওর মন নোংরায় ভরা', রণবীরকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের; তাহলে কি হাজতবাস ইউটিউবারের ? - RANVEER ALLAHBADIA

'মনে ভরা নোংরামি', 'বাবা-মার সঙ্গম' নিয়ে মন্তব্যে রণবীর ইলাহাবাদিয়াকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের ৷ সেইসঙ্গে দেশের শীর্ষ আদালত জানাল তাঁর সঙ্গে কী করা উচিত ?

RANVEER ALLAHBADIA
রণবীর ইলাহাবাদিয়া (ইটিভি ভারত)

By Sumit Saxena

Published : Feb 18, 2025, 2:09 PM IST

নয়াদিল্লি, 18 ফেব্রুয়ারি:যত কাণ্ড 'ইন্ডিয়াস গট লেটেন্ট' শো নিয়ে ৷ 'বাবা-মার সঙ্গম' নিয়ে মন্তব্যে ফাঁপড়ে পড়ে গিয়েছেন রণবীর ইলাহাবাদিয়া ৷ তাঁর বিরুদ্ধে অসম থেকে মহারাষ্ট্র পুলিশ অভিযোগ দায়ের করে ৷ ইউটিউবারকে প্রাণে মারার হুমকিও আসে ৷ 'বিয়ার বাইসেপসে'র ফলোয়ার সংখ্যা মুহূর্তের মধ্যে কমে যায় ৷ শেষমেশ কৌতুক শিল্পী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ৷ মঙ্গলবার রণবীর মামলার শুনানিতে তাঁকে তীব্র ভর্ৎসনা করে দেশের শীর্ষ আদালত ৷ তবে মঙ্গলেই তাঁর 'মঙ্গল' হয়েছে ৷

আজ সুপ্রিম কোর্ট অবশেষে কিছুটা স্বস্তি দিয়েছে রণবীরকে। তার আগে কৌতুক শিল্পীকে তীব্র ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট জানান, 'ওর মনে নোংরামিতে ভরা' ৷ পাাশাপাশি তাঁকে গ্রেফতারি থেকেও মুক্তি দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালতের আরও নির্দেশ, তাঁর পাসপোর্ট পুলিশের কাছে জমা দিতে হবে ৷ 'সুপ্রিম' অনুমতি ছাড়া তিনি দেশ ছেড়ে যেতে পারবেন না ৷

সেই সঙ্গে বিচারপতি তাঁর অশ্লীল মন্তব্যের তীব্র সমালোচনাও করেছেন। সুপ্রিম কোর্টের বিচারপতির পর্যবেক্ষণ, এই ধরনের আচরণ অত্যন্ত নিন্দাজনক। এই ইউটিউবারের মনে খুব নোংরা যা তিনি শো-তে গিয়ে উগরে দিয়েছেন। শুধুমাত্র জনপ্রিয় বলেই সমাজকে হালকাভাবে নিতে পারেন না। পৃথিবীতে কি এমন কেউ আছেন, যিনি এই ভাষা পছন্দ করবেন? বিচারপতির সংযোজন, "আপনি যা জনপ্রিয়তার জন্য করেছেন, সেটাই এখন আপনার ভয়ের কারণ হয়ে গিয়েছে ৷"

সুপ্রিম কোর্ট জানিয়েছে, মহারাষ্ট্র এবং অসমে ইলাহাবাদিয়ার গ্রেফতার আপাতত স্থগিত থাকবে ৷ তদন্তে রণবীরকে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। দেশের শীর্ষ আদালতের আরও সংযোজন, 'ইন্ডিয়াস গট ল্যাটেন্ট' অনুষ্ঠানে যা হয়েছে সেই নিয়ে যদি অন্য কোনও এফআইআর দায়ের করা হয়, তাহলেও ইউটিউবারের গ্রেফতার স্থগিত থাকবে।

ABOUT THE AUTHOR

...view details