পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

নীতীশের দলে কান্ডারী বদল, কার্যকরী সভাপতি সঞ্জয় - JDU Working President Sanjay Jha - JDU WORKING PRESIDENT SANJAY JHA

New Working President of JD(U): কেন্দ্রে জোট সরকারের অংশীদারি দল জেডি(ইউ) ৷ এবার লোকসভা নির্বাচনের পর জাতীয় রাজনীতিতে তার গুরুত্ব আগের থেকে বেড়েছে বেশ খানিকটা ৷ এদিকে পরের বছর বিহারে বিধানসভা নির্বাচন ৷ এমতাবস্থায় দলের নতুন কার্যকরী সভাপতি হলেন সঞ্জয় ঝা ৷

Sanjay Jha JD(U) Working President
জেডি(ইউ) রাজ্যসভা সাংসদ সঞ্জয় ঝা (ছবি সৌজন্য: সঞ্জয় ঝায়ের এক্স হ্যান্ডেল)

By ETV Bharat Bangla Team

Published : Jun 29, 2024, 3:33 PM IST

নয়াদিল্লি, 29 জুন: জনতা দল ইউনাইটেডের কার্যকরী সভাপতি হলেন রাজ্যসভার সাংসদ সঞ্জয় ঝা ৷ শনিবার সকালে দিল্লিতে দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে এই সিদ্ধান্ত নেয় জেডি(ইউ) ৷ পাশাপাশি বিহারকে বিশেষ রাজ্যের তকমা দেওয়ার দাবিও গৃহীত হয় বৈঠকে । এমনটাই জানিয়েছেন প্রবীণ নেতা নীরজ কুমার ৷

এর আগে এই পদে ছিলেন রাজীব রঞ্জন সিং বা লল্লন সিং ৷ তিনি এখন কেন্দ্রীয় সরকারে পঞ্চায়েত, পশুপালন ও মৎস্য মন্ত্রী ৷ এবারের লোকসভা নির্বাচনে বিহারে 12টি আসনে জয়ী হয়েছে এনডিএ এই সদস্য দল ৷ অন্যদিকে বিহারে বিধানসভা ভোট 2025 সালে ৷ এই অবস্থায় জাতীয় কার্যকরী সভাপতি বদল কি নতুন কোনও রাজনৈতিক চালের কথা বলছে ? প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে ৷

সঞ্জয় ঝায়ের সঙ্গে বিজেপির সমীকরণ বেশ ভালো বলেই জানা গিয়েছে ৷ রাজ্যসভাতেও তিনি দলের নেতা ৷ দলীয় সূত্রে খবর, বিজেপির সঙ্গে রাজ্যসভায় বোঝাপড়াটা সঞ্জয় ঝা-ই সবচেয়ে ভালো করতে পারবেন ৷ পাশাপাশি দেশের সর্ববৃহৎ জাতীয় দলটির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার কৌশলও তিনি জানেন ৷

জাতীয় কার্যকরী সভাপতি হওয়ার পর সাংসদ সঞ্জয় ঝা বলেন, "আমাদের নেতা এবং জাতীয় সভাপতি মুখ্যমন্ত্রী নীতীশ কুমার আমাকে একটা বিশাল দায়িত্ব দিয়েছেন ৷ আমি তাঁর কাছে কৃতজ্ঞ ৷ নীতীশ কুমার বিহারকে পালটে দিয়েছেন ৷ বিহারের লোকসভা নির্বাচনে আমাদের জোট 40টি আসনের মধ্যে 30টি আসনে জয়ী হয়েছে ৷ 243টি বিধানসভার মধ্যে 177টি আসন জিতেছি আমরা ৷ 2025 সালের বিধানসভা নির্বাচনে বিহারে কী হবে, তার একটা ইঙ্গিত ইতিমধ্যে পাওয়া গিয়েছে ৷" নিট-ইউজি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়ে তিনি বলেন, "প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দোষীদের কঠিন শাস্তি দেওয়া হোক ৷ পরীক্ষার প্রতি মানুষের বিশ্বাস ফিরে আসুক ৷ "

ABOUT THE AUTHOR

...view details