পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

'ইন্ডিয়া'র কান্ডারি হোক মমতা, দাবি লালুর - RJD PRESIDENT LALU PRASAD YADAV

ইন্ডিয়া জোটের নেতৃত্বে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চান লালুপ্রসাদ যাদব ।

RJD PRESIDENT LALU PRASAD YADAV
মমতার সমর্থনে লালু (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Dec 10, 2024, 12:10 PM IST

পটনা, 10 ডিসেম্বর: ইন্ডিয়া জোটের নেতৃত্ব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে দেওয়া উচিত বলে মনে করেন লালুপ্রসাদ যাদব ৷ তৃণমূল সুপ্রিমোকে 'ইন্ডিয়া'র কান্ডারি হিসেবে দেখতে চান আরজেডি সভাপতি ৷ তিনি বলেন, "আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী জোটের নেতৃত্বের দায়িত্ব নেওয়া উচিত ৷ জোটের বাকি নেতারা রাজি হলে কংগ্রেস বাধা দেবে কেন ? এই দায়িত্বের জন্য কংগ্রেস কাউকে বেছে রাখলেও, তাতে কোনও লাভ হবে না ৷"

সম্প্রতি আরজেডি নেতা তেজস্বী যাদব বলেন, "যেকোনও শীর্ষ নেতাই ইন্ডিয়া জোটের নেতৃত্ব দিতে পারেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ও হতে পারেন ৷ তবে আলোচনার মাধ্যমে সেই সিদ্ধান্ত নিতে হবে ৷" তারপরই ইন্ডিয়া জোটের নেতৃত্বে মমতাকে পূর্ণসমর্থন করেন লালুপ্রসাদ ৷

কী বললেন লালুপ্রসাদ যাদব ? (ইটিভি ভারত)

সাম্প্রতিক সময়ে ইন্ডিয়া জোটের সঙ্গে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরত্ব নিয়ে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে ৷ এমনকী, সংসদের অধিবেশনে ইন্ডিয়া জোটকে তাঁর এড়িয়ে যাওয়ার বিষয়টি সেই জল্পনায় ঘৃতাহুতি দেয় ৷ বিজেপি বিরোধী জোটের নেতৃত্ব নিয়ে তৃণমূল সুপ্রিমোও যে খুশি নন, তা স্পষ্ট হয়ে যায় তাঁর সাম্প্রতিক বক্তব্যে ৷ তিনি জানান, দায়িত্ব দেওয়া হলে তিনি মুখ্যমন্ত্রীত্ব এবং জোটের নেতৃত্ব উভয়ই সামলাতে পারবেন ৷

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, "আমি তো ইন্ডিয়া জোট তৈরি করে দিয়েছিলাম । জোট রাখতে পারছে না, তো আমি কী করব ? আমি এই ফ্রন্টকে নেতৃত্ব দিই না । যাঁরা নেতা, তাঁদের এটা দেখা উচিত। তবে আমার সঙ্গে সমস্ত আঞ্চলিক ও জাতীয় দলের যোগাযোগ রয়েছে। আমি সেই সম্পর্ক বজায় রেখেছি ।"

তৃণমূল নেত্রীর এই বক্তব্যের পর জাতীয় রাজনীতিতে তরজা শুরু হয় ৷ কয়েকদিন আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে সমর্থন জানান ন্য়াশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) প্রধান তথা দেশের বর্ষীয়ান নেতা শরদ পাওয়ার ৷ তিনি বলেন, "দেশের একজন যোগ্য নেত্রী তিনি ৷ সুতরাং, তাঁর এই ধরণের মন্তব্য করা শোভা পায় ৷ সংসদে তাঁর পাঠানো মন্ত্রীরা কঠোর পরিশ্রমী ও যোগ্য ৷" এবার সেই একই সুর শোনা গেল বিহারের প্রাক্তন মুখ্য়মন্ত্রীর বক্তব্যেও ৷

বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে তরজা শুরু হয়েছে ৷ শিবসেনা (উদ্ধব) নেতা সঞ্জয় রাউত বলেন, "রাহুল গান্ধির নেতৃত্ব নিয়ে কোনও প্রশ্নই ওঠে না ৷ আমরা সকলে ইন্ডিয়া জোট গড়ে তুলেছি ৷ সেক্ষেত্রে জোটের নেতাদের মধ্যে কোনও নতুন ভাবনা তৈরি হলে, তা নিয়ে আলোচনা করতে হবে ৷ আর কংগ্রেসকেও সেই আলোচনায় যোগ দিতে হবে ৷"

তৃণমূল সুপ্রিমোকে সমর্থন জানান শিবসেনা (উদ্ধব)এর নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী ৷ তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় একটি প্রস্তাব দিয়েছেন ৷ বিষয়টি নিয়ে আলোচনা হবে ৷ আমরা নিশ্চিত তিনি ইন্ডিয়া জোটকে আরও শক্তিশালী করে তুলবেন ৷"

অন্যদিকে, জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বলেন, "লোকসভা নির্বাচনের পর ইন্ডিয়া জোটের কোনও বৈঠক হয়নি ৷ সুতরাং, আলোচনার মাধ্যমেই এই সিদ্ধান্ত নেওয়া হবে ৷"

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে সমর্থন জানিয়েছেন ওয়াইএসআরসিপি সাংসদ বিজয়সাই রেড্ডি ৷ তিনি বলেন, "জোটের নেতৃত্ব দেওয়ার জন্য আদর্শ হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর এই জোটের নেতৃত্ব দেওয়ার জন্য প্রয়োজনীয় রাজনৈতিক এবং নির্বাচনী অভিজ্ঞতা রয়েছে । 42টি লোকসভা আসন-সহ একটি বৃহৎ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ৷"

পড়ুন:বিরোধী জোট 'ইন্ডিয়া'র যোগ্য নেত্রী মমতা, মত শরদ পাওয়ারের

ABOUT THE AUTHOR

...view details