জম্মু, 23 এপ্রিল:সরকারি কর্মী হত্যার নেপথ্যে রয়েছে জঙ্গি গোষ্ঠী ৷ সোমবার জম্মু-কাশ্মীরের রাজৌরিতে মহম্মদ রাজাক নামে এক সরকারি কর্মীর মৃত্যু হয় ৷ মঙ্গলবার পুলিশ জানিয়েছে, এর দায় স্বীকার করেছে এক বিদেশি জঙ্গি ৷ তার কোডনেম 'আবু হামজা' ৷ সে নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার সঙ্গে জড়িত ৷ ওই জঙ্গির সন্ধান দিতে পারলে পুলিশ 10 লক্ষ টাকা পুরস্কার দেবে বলে ঘোষণা করেছে ৷
সোমবার রাজৌরির থানামান্ডি এলাকার কুন্ডা টপ গ্রামে মহম্মদ রাজাককে (40) হত্যা করা হয় ৷ তিনি সরকারের সোশাল ওয়েলফেয়ার দফতরের কর্মী ছিলেন ৷ তাঁর ভাই মহম্মদ তাহির চৌধরী সেনাবাহিনীর জওয়ান ৷ তিনিও এলাকাতেই মোতায়েন রয়েছেন ৷ মঙ্গলবার গ্রামে রাজাকের শেষকৃত্য সম্পন্ন হয় ৷
পুলিশের মুখপাত্র বলেন, "ওই গ্রামে হামলা চালানোর জন্য লস্কর-ই-তইবা দু'জন জঙ্গিকে নিয়োগ করেছিল ৷" তিনি আরও জানান, জওয়ান মহম্মদ তাহির চৌধরী ওই গ্রামে থাকেন, তা জঙ্গিরা জেনে এই হামলা চালিয়েছে ৷ তবে চৌধরী পালিয়ে যান ৷ তাঁর কোনও ক্ষতি হয়নি ৷ থানামান্ডি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ৷ ওই মুখপাত্র বলেন, "এই জঙ্গি হামলার সঙ্গে জড়িত প্রত্যেককে খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে"৷ তবে পুলিশের হাতে এমন কিছু প্রমাণ এসেছে, যা থেকে তারা ওই বিদেশি জঙ্গি 'আবু হামজা'র বিষয়ে জানতে পেরেছে ৷
তবে রাজৌরি ও পুঞ্চ জেলায় নিরাপত্তাবাহিনী রয়েছে ৷ তারা জঙ্গিদের নিকেশ করার কাজ করছে বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র ৷ আবু হামজার বিষয়ে কেউ কোনও তথ্য দিতে পারলে, তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে ৷ তবে যে-ই তথ্য দিক না কেন, তার পরিচয় গোপন রাখা হবে ৷ ইতিমধ্যে পুলিশ ওই জঙ্গির পোস্টারও প্রকাশ করেছে ৷ 32 বছর বয়সি ওই জঙ্গিটি পাঠান স্যুট পরে আছে ৷ তার গায়ে খয়েরি রঙের শাল এবং হাতে একটি কমলা ব্যাগ রয়েছে ৷ সে শাদরা শরিফ এবং ডের কি গলি এলাকায় ঘোরাফেরা করছে বলে খবর ৷
আরও পড়ুন:
- রাজ্যের মর্যাদা ফিরিয়ে জম্মু-কাশ্মীরে বিধানসভা ভোট শীঘ্রই, উধমপুর থেকে বার্তা প্রধানমন্ত্রীর
- পুলওয়ামায় সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে নিহত অজ্ঞাতপরিচয় সন্ত্রাসবাদী
- 'কাশ্মীর দেশের মাথা', ইন্ডিয়া জোটকে বিঁধে জলপাইগুড়ি থেকে খাড়গেকে পালটা মোদির