ভুবনেশ্বর, 1 ফেব্রুয়ারি:পথ দুর্ঘটনায়মৃত্যু হল অবসরপ্রাপ্ত কর্নেল রবীন্দ্র কুমার বেহেরার ৷ তিনি ছিলেন টেরিটোরিয়াল আর্মি-র প্রাক্তন আধিকারিক ৷ শনিবার ভোর 5.30 নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে ভুবনেশ্বরের চন্দ্রশেখরপুর থানা এলাকার কাছে নিলাদ্রি বিহারে ৷ এই এলাকার শনি মন্দিরের কাছে একটি দ্রুতগামী গাড়ি কর্নেলকে ধাক্কা মারে বলে জানা গিয়েছে ৷
এদিন ভোর 5.30 টার সময় কর্নেল বেহরা প্রাতঃভ্রমণ সেরে বাড়ি ফিরছিলেন ৷ তখন দ্রুতগতিতে আসা একটি গাড়ি তাঁকে সজোরে ধাক্কা মেরে চলে যায় বলে অনুমান পুলিশের ৷ গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন কর্নেল ৷ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ৷ তাঁর মাথায় চোট লেগেছিল এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় ৷ কর্নেল বেহেরাকে ওই অবস্থায় দেখতে পেয়ে পথচলতি মানুষরা ছুটে আসেন ৷ তাঁরা তাঁকে সঙ্গে সঙ্গে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান ৷ সেখানেই চিকিৎসকরা কর্নেলকে মৃত বলে ঘোষণা করেন ৷ এরপর পরিবারের সদস্যদের উপস্থিতিতে এদিনই কর্নেলের দেহের ময়নাতদন্ত হয় ৷