ইয়াদাদ্রি ভুবনগিরি (তেলেঙ্গানা), 16 জুলাই:তিন মাসের একরত্তি শিশু ৷ তার ছিল 15 সেন্টিমিটার লম্বা একটি লেজ ৷ রসিকতা নয়, বাস্তবে ঘটেছে এমন ঘটনা ৷ বিরল অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসকরা সফলভাবে সেই লেজ কাটলেন শিশুর শরীর থেকে ৷ তেলেঙ্গানার ইয়াদাদ্রি ভুবনগিরি জেলার বিবিনগর এইমসে হয়েছে এই বিরল চিকিৎসা ৷
অস্ত্রোপচারটি করা হয় চলতি বছরের জানুয়ারি মাসে ৷ গত সোমবার এইমস বিবিনগরের চিকিৎসকদের একটি দল শিশুটির শারীরিক পরিস্থিতি পর্যালোচনা করে দেখে । মেডিক্যাল ইনস্টিটিউটের একজন মুখপাত্র এই ঘটনার বিশদ বিবরণ দিয়ে বলেন, অতিরিক্ত অধ্যাপক তথা পেডিয়াট্রিক সার্জারি বিভাগের প্রধান ডা. শশাঙ্ক পান্ডা ও তার দল এই অস্ত্রোপচার করে ৷ তিনি বলেন যে, চিকিৎসক দলটি 3 মাসের একটি পুত্রসন্তানের লাম্বোসক্রাল রিজিয়নে মানুষের লেজের একটি বিরল অস্ত্রোপচার করে । মানুষের লেজ হওয়াটা খুবই বিরল ৷ সারা বিশ্বে চিকিৎসা সাহিত্যে মাত্র 40টি এমন ঘটনার উল্লেখ রয়েছে ।
চিকিৎসকদের কাছে এই অস্ত্রোপচার যথেষ্ট চ্যালেঞ্জের ছিল ৷ এমন ভাবে লেজটি শরীরের সঙ্গে জুড়ে ছিল, তা কেটে ফেলার ক্ষেত্রে স্নায়বিক ঘাটতির ঝুঁকি ছিল ৷ ফলে অস্ত্রোপচারের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়েছে ৷ এইমস বিবিনগরের মুখপাত্রের মতে, অস্ত্রোপচারের পরে রিকভারির সময়টা খুবই অনিশ্চিত ছিল ৷ তবে অস্ত্রোপচারের 6 মাস পরে রোগীর কোনও স্নায়বিক ঘাটতি নেই । সে ভালো আছে ৷