হায়দরাবাদ, 25 ডিসেম্বর: হাতে গোনা ক'দিন ৷ পুরনোকে বিদায়, সঙ্গে নতুনকে স্বাগত জানানোর রাতে ধুন্ধুমার আয়োজন করেছে রামোজি ফিল্ম সিটি ৷ আগামী বুধবার, 31 ডিসেম্বর রাতে ভারতের অন্যতম খ্যাতনামা ডিজে চেতাসের লাইভ পারফরম্যান্স হবে হায়দরাবাদের আরএফসিতে ৷
নতুন বছরকে বরণ করে নেওয়ার রাত হয়ে উঠবে জমজমাট আনন্দে ভরপুর ৷ ডিজে চেতাস-এর হইচই তো রয়েছেই, সঙ্গে একের পর এক আকর্ষণ- ওয়েলকাম ডান্স, বলিউড ডান্স পারফরম্যান্সেস, মজার গেমস, স্ট্যান্ড-আপ কমেডি ৷ এছাড়া আন্তর্জাতিক মানের আগুনের কেরামতি থেকে শুরু করে অ্যাক্রোব্যাটিক্স স্টান্টস, ক্লাউন শো, লায়ন কিংয়ের পারফরম্যান্স স্কুইড গেম- হবে সবই ৷
আপনার পছন্দের প্যাকেজটি বেছে নিন
31 ডিসেম্বর রাত 8টা থেকে শুরু হবে আনন্দ উৎসব ৷ একের পর এক আকর্ষণীয় প্যাকেজ থেকে একটা কোনও প্যাকেজ বেছে নিতে পারেন দর্শকরা ৷ এই প্যাকেজগুলিতে প্রিমিয়াম টেবলস, যুগলদের জন্য এক্সক্লিউসিভ সিট, ভিআইপি প্যাকেজ থাকছে ৷ অন্যদিকে থাকছে বাজেটের সঙ্গে সামঞ্জস্য রেখে পিট প্যাকেজ ৷ 2 হাজার টাকা থেকে শুরু হচ্ছে প্যাকেজ ৷
আর্লি বার্ড অফার