পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রাজ্যসভার নেতা হলেন নাড্ডা, অভিনন্দন জানিয়ে বিশেষ বার্তা রমেশের - Ramesh greets Nadda - RAMESH GREETS NADDA

Ramesh greets Nadda: রাজ্যসভার নেতা হলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ৷ তাঁকে অভিনন্দন জানিয়েছেন জয়রাম রমেশ ৷

ETV BHARAT
রাজ্যসভার নেতা নাড্ডাকে বিশেষ বার্তা রমেশের (নিজস্ব চিত্র)

By PTI

Published : Jun 24, 2024, 8:02 PM IST

নয়াদিল্লি, 24 জুন: রাজ্যসভার নেতা হিসেবে মনোনীত করা হল বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডাকে ৷ নতুন এই ভূমিকায় তাঁকে স্বাগত জানিয়েছেন রাজ্যসভায় কংগ্রেসের চিফ হুইপ জয়রাম রমেশ ৷ নাড্ডা সংসদের উচ্চকক্ষে বিরোধীদের বিষয়গুলিকে উত্থাপন করার সুযোগ করে দেবেন বলে আশাপ্রকাশ করেন তিনি ৷ এদিকে, রাজ্যসভায় বিরোধী দলের নেতা হিসেবে মনোনীত করা হয়েছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে ৷

সোমবার আনুষ্ঠানিক একটি সূত্র জানিয়েছে, রাজ্যসভার নেতা হিসেবে মনোনীত করা হয়েছে জেপি নাড্ডাকে ৷ তিনি কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের স্থলাভিষিক্ত হয়েছেন ৷ উল্লেখ্য, সম্প্রতি লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন পীযূষ গোয়েল ৷ সোমবার তিনি সংসদের নিম্নকক্ষের সদস্য হিসাবে শপথ নেন । নাড্ডা ছাড়াও সংসদের উচ্চকক্ষের আরও 11 জন সদস্য কেন্দ্রীয় মন্ত্রী পরিষদে রয়েছেন ।

এদিন নাড্ডাকে অভিনন্দন জানিয়ে সোশাল মিডিয়ায় তাঁকে বিশেষ বার্তা দিয়েছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ ৷ রাজ্যসভায় বিরোধীদের মতামতকে মানিয়ে নিয়ে এগিয়ে চলার জন্য নাড্ডার কাছে আহ্বান জানান রমেশ ৷ তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, "জেপি নাড্ডাজিকে রাজ্যসভার নেতা মনোনীত হওয়ার জন্য অভিনন্দন । যেমন বেঙ্কাইয়া নাইডু যেমন বলেছিলেন - যদি হাউসের নেতা মানিয়ে নিতে পারেন, তাহলে বিরোধীরাও সহযোগিতা করতে পারে ৷"

প্রসঙ্গত, সোমবার থেকে শুরু হয়েছে অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন ৷ প্রথম অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, 'শ্রেষ্ঠ ভারত ও বিকশিত ভারত' গড়ার লক্ষ্য নিয়ে আজ থেকে শুরু হচ্ছে অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন ৷ তাঁর কথায়, "দেশবাসী আমাদের তৃতীয়বার সুযোগ দিয়েছে ৷ অর্থাৎ সরকারের নীতি এবং উদ্দেশ্যের উপর কার্যত সিলমোহর দিয়েছেন তারা ৷"

ABOUT THE AUTHOR

...view details