জয়পুর, 12 নভেম্বর: উপ-নির্বাচনের কাজকর্ম ফেলে রেখে তড়িঘড়ি ট্যাঙ্কে চড়লেন মন্ত্রী ৷ সাব-ইনস্পেক্টর নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে দু'দিন ধরে জলের ট্যাঙ্কের উপরে ধরনায় বসে ছিলেন দুই বেকার যুবক ৷ মঙ্গলবার সকালে রাজস্থানের মন্ত্রী কিরোরি লাল মিনা জয়পুরের হিম্মতনগরে ওই ঘটনাস্থলে পৌঁছন ৷
তিনি ট্যাঙ্কের উপরে ওঠেন এবং আধ ঘণ্টা ধরে যুবকদের সঙ্গে কথা বলেন ৷ প্রায় 50 ঘণ্টা ট্যাঙ্কের থাকার পর দুই যুবককে নামিয়ে আনেন মন্ত্রী মিনা ৷ তড়িঘড়ি ওই যুবকদের শারীরিক স্বাস্থ্যপরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷
রাজস্থানের জয়পুরে ট্যাঙ্কে চড়ে বিক্ষোভকারী দুই যুবককে নামিয়ে আনেন মন্ত্রী (ইটিভি ভারত) জানা গিয়েছে, বিক্ষোভকারী যুবকরা সাব ইনস্পেক্টর রিক্রুটমেন্ট এগজামিনেশন (এসআইআরই) পরীক্ষা দিয়েছিলেন ৷ কিন্তু সামান্য কিছু নম্বরের জন্য তাঁরা নিয়োগ পরীক্ষায় পাশ করতে পারেননি ৷ তাঁদের অভিযোগ, এসআই নিয়োগ পরীক্ষায় দুর্নীতি হয়েছে এবং তাতে 3 জন আরপিএসসি আধিকারিক জড়িত ছিলেন ৷
জলের ট্যাঙ্কের উপরে থাকা এক যুবক বিকাশ বিধুড়ী জানান, তাঁদের দাবি ন্যায্য ৷ তাঁরা বেকার ৷ নিজের ক্ষমতা থাকলেও তাঁরা চাকরি পাননি ৷ চাষবাসের কাজ, মজদুরি করে তিনি এসআই পরীক্ষার জন্য কঠোর পরিশ্রম করেছেন ৷ এরপর তিনি জানতে পারেন যে, ওই এসআই নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে ৷ এক বা দু'দিন আগে নয়, প্রশ্নপত্র ফাঁস হয়েছে 30 দিন আগে ৷ পরীক্ষার সময় যাঁর থাকার কথা ছিল, তাঁর বদলে অন্য কেউ পরীক্ষা নেবেন ৷ প্রশ্নপত্রগুলি 40 লক্ষ টাকায় বিক্রি হয়েছে ৷ এজেন্সিগুলিও মেনে নিয়েছে যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে ৷ কিন্তু সরকার এখনও চুপ ৷ তিনি আরও জানান, 2021 সাল থেকে এই যন্ত্রণা সহ্য করছেন রাজ্যের বেকার যুবক-যুবতীরা ৷
কিশোরীলাল মিনা ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, "এই এসআই পরীক্ষা বিগত কংগ্রেস সরকারের আমলে হয়েছিল ৷" তিনি আশ্বাস দেন যে, আগামিকাল (13 নভেম্বর) উপ-নির্বাচন মিটলে 14 নভেম্বর মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মার সঙ্গে দেখা করবেন ৷ মন্ত্রীও অভিযোগ করেন, এসআই নিয়োগ পরীক্ষার দুর্নীতিতে কয়েকজন মন্ত্রীও জড়িত ছিলেন ৷ এই পরীক্ষা বাতিল হওয়াই উচিত ৷ বিক্ষোভকারী যুবকরাও ট্যাঙ্ক থেকে নীচে নেমে জানান যে, মন্ত্রী তাঁদের আশ্বাস দিয়েছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁদের সাক্ষাতের ব্যবস্থা করা হবে ৷ এই আশ্বাস পেয়েই তাঁরা ট্যাঙ্ক থেকে নীচে নেমে আসেন ৷
এদিন বিক্ষোভকারী বেকার যুবকদের সঙ্গে দেখা করতে কিরোড়ি লাল মিনা নিজেই ট্যাঙ্কের উপর ওঠেন ৷ আধ ঘণ্টা ধরে তিনি তাঁদের সঙ্গে কথা বলেন ৷ নেমে আসার সময় সমস্যায় পড়েন তাঁরা ৷ তখন প্রশাসনের তরফে এয়ার হাইড্রলিক ল্যাডার প্ল্যাটফর্ম (এএইচএলপি) নিয়ে আসে ৷ এরপর মন্ত্রী-সহ দুই বেকার যুবক ট্যাঙ্ক থেকে নিচে নামে ৷