পশ্চিমবঙ্গ

west bengal

রেলখাতে বাংলাকে রেকর্ড বরাদ্দ ! 'রাজ্যের সহযোগিতা পেলে অর্থের অভাব হবে না', আর্জি রেলমন্ত্রী বৈষ্ণবের - Rail Budget for West Bengal

By ETV Bharat Bangla Team

Published : Jul 24, 2024, 11:02 PM IST

Ashwini Vaishnaw on WB Rail Budget: রেলখাতে বাংলাকে 13 হাজার 941 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে । রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের দাবি, চলতি অর্থবর্ষে রেকর্ড অর্থ বরাদ্দ করেছে কেন্দ্র ৷ ‘রাজ্যের সহযোগিতা পেলে অর্থের অভাব হবে না’, মন্তব্য রেলমন্ত্রীর ৷

Ashwini Vaishnaw on WB Rail Budget 2024
রেলখাতে বাংলাকে রেকর্ড বরাদ্দ ! (ইটিভি ভারত)

নয়াদিল্লি, 24 জুলাই: রাজ্যে রেল ও মেট্রোরেলের কাজ দ্রুত শেষ করতে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে কেন্দ্রের দিকে। রাজ্যভিত্তিক রেল বাজেটে বুধবার বাংলার কাছে এই আবেদন রাখলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব । চলতি অর্থবর্ষের জন্য বাংলায় রেলের উন্নয়নে দেওয়া হল 13 হাজার 941 কোটি টাকা । মঙ্গলবার 2024-25 অর্থবর্ষে কেন্দ্রীয় বাজেট পেশ হওয়ার পরদিন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কেন্দ্রীয় বাজেটের রাজ্য ভিত্তিক বরাদ্দ নিয়ে আলোচনা করেন ।

রেলমন্ত্রী জানিয়েছেন, বাংলায় নতুন অর্থবর্ষে রেলের বিভিন্ন কাজের জন্য মোট 13 হাজার 941 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে । বাংলায় রেলের সংস্কার থেকে বিভিন্ন প্রকল্প কাজের জন্য এবং যাত্রী পরিষেবা সুনিশ্চিত করতে রাজ্যকে রেকর্ড বরাদ্দ দিল কেন্দ্রীয় সরকার ।রাজ্য সরকারকে উদ্দেশ্য করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘‘রেল হোক বা মেট্রোরেল, কোনও কাজেই অর্থের অভাব হবে না ৷ তবে রাজ্যের কাছে শুধু একটাই আর্জি যে, রাজ্য যেন জমি অধিগ্রহণ হোক বা আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষাই হোক, সব ক্ষেত্রে কেন্দ্রের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় ।’’

রেলমন্ত্রী জানান, ইউপিএ আমলে বাংলায় রেলের জন্য বরাদ্দ হত গড়ে 4 হাজার 380 কোটি টাকা । কিন্তু চলতি অর্থবর্ষে বাংলার রেলের জন্য রেকর্ড অর্থ বরাদ্দ করা হয়েছে । 2009-2014 পর্যন্ত ইউপিএ সরকার বাংলার রেলের জন্য যা বরাদ্দ দিত, তার থেকে প্রায় তিনগুণ বেশি টাকা দিয়েছে মোদি সরকার ।

পাশাপাশি রেলমন্ত্রী জানিয়েছেন, বর্তমানে 60 হাজার কোটি টাকা ব্যয়ে একাধিক নয়া প্রকল্পের কাজ শুরু হয়েছে বাংলায় । এছাড়াও অমৃত ভারত প্রকল্পের অংশ হিসেবে রাজ্যের প্রায় 100টি রেল স্টেশনের সংস্কার চলছে । 2014-2024 সালের মধ্যে 1,261 কিমি নতুন ট্র্যাক পাতা হয়েছে । এছাড়াও 1,576 কিমি ইলেক্ট্রিফিকেশনের কাজ সম্পন্ন হয়েছে ৷ 443টি রেল ফ্লাইওভার এবং ওভার ব্রিজ তৈরি করা হয়েছে । এছাড়াও অন্যান্য কাজ যেমন ডাবলিং বা নতুন লাইন পাতা এবং মেট্রো প্রকল্প-সহ আরও অন্যান্য কাজের জন্য অর্থের কোনও অভাব হবে না বলেই আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী ।

ABOUT THE AUTHOR

...view details