অমৃতসর, 22 ফেব্রুয়ারি: দফতরের কোনও অস্তিত্ব নেই ৷ এদিকে দেড় বছরেরও বেশি সময় ধরে সেই দফতরের কাজকর্ম সামলেছেন মন্ত্রী কুলদীপ সিং ধালিওয়াল ৷ এই সুযোগে পঞ্জাবের আপ সরকারকে আক্রমণ শানিয়েছে বিজেপি ৷
এই বিষয়ে পঞ্জাবের আপ মুখ্যমন্ত্রী ভগবত সিং মান বলেন, "আমরা এই দফতরের নাম বদলে একটি নতুন দফতর করেছি ৷ আগে এটা শুধু একটা নামে ছিল ৷ কোনও কর্মচারী বা কার্যালয় ছিল না ৷ এখন এই দফতরের কাজ সংস্কার- তা আমলাদের মধ্যে হতে পারে বা অন্য ক্ষেত্রেও ৷ আমরা আরও কয়েকটি দফতর একসঙ্গে জুড়ে একটি দফতরে পরিণত করব, যাদের কাজকর্ম মোটামুটি এক ধরনের ৷"
বিষয়টি সামনে আসে পঞ্জাবের আপ সরকারের একটি বিজ্ঞপ্তির মাধ্যমে ৷ 21 ফেব্রুয়ারি পঞ্জাবের ভগবত সিং মানের সরকার একটি গেজেট নোটিফিকেশনে নিশ্চিত করে যে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস বা প্রশাসনিক সংস্কারের এই দফতরটির কোনও অস্তিত্ব নেই ৷ প্রশাসনিক সংস্কার দফতরটির দায়িত্ব কুলদীপ সিং ধালিওয়ালকে দেওয়া হয়েছিল ৷ কিন্তু আজকের তারিখে সেই দফতরটিই নেই ৷ তাই এবার মন্ত্রী কুলদীপ সিং ধালিওয়ালের কাছে রইল শুধুই এনআরআই বিষয়ক দফতর ৷
পঞ্জাবের আপ সরকারে প্রথম দিকে কৃষি ও কৃষক কল্যাণ দফতরের দায়িত্ব দেওয়া হয়েছিল কুলদীপ সিং ধালিওয়ালকে ৷ পরে 2023 সালের মে মাসে পঞ্জাবের মন্ত্রিসভায় রদবদল হয় ৷ তখন এনআরআই বিষয়ক দফতরের সঙ্গে প্রশাসনিক সংস্কার দফতরটিও ধালিওয়ালকে দেওয়া হয় ৷ পরে দেখা যায় 'অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস' দফতরটি নেই ৷
সূত্রের খবর, সরকারের তরফে এই দফতরে মন্ত্রীকে সাহায্য করার কোনও কর্মচারী দেওয়া হয়নি ৷ এমনকী প্রশাসনিক সংস্কার বিষয়ে বিগত 20 মাসে কোনও বৈঠকও হয়নি ৷
বিজেপি নেতারা এই আবহে ভগবত সিং মানের প্রশাসনিক দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ পঞ্জাবে বিজেপি মুখপাত্র প্রদীপ ভাণ্ডারি কটাক্ষ করে বলেন, "আপ পঞ্জাব প্রশাসনকে নিয়ে মজা করছে ৷ আপ-এর একজন মন্ত্রী একটা দফতর চালাল 20 মাস ধরে ৷ এদিকে সেই দফতরটা কখনও ছিলই না !"
বিজেপির আইটি সেলের দায়িত্বে থাকা অমিত মালব্যর পোস্ট (ছবি সৌজন্য: অমিত মালব্যর এক্স হ্যান্ডেল) বিজেপির আইটি সেলের দায়িত্বে থাকা অমিত মালব্য এনিয়ে আপ আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকে কটাক্ষ করে বলেন, "জনগণের জীবনে এরকম ভণ্ডের না থাকাই উচিত ৷ পঞ্জাব সরকারের দুর্দশা ভাবতে পারেন ! এক মন্ত্রীকে একটি দফতর দেওয়া হয়েছে, বাস্তবে যার অস্তিত্ব নেই ৷ আর এটা বুঝতে 20 মাস লেগে গেল !"