পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দিল্লিতে মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু, স্বাগত জানালেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি - Muizzu India Visit

ভারতে পৌঁছন সস্ত্রীক মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু ৷ সোমবার রাষ্ট্রপতি ভবনে তাঁকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদি ও রাষ্ট্রপতি মুর্মু ৷

By ETV Bharat Bangla Team

Published : 4 hours ago

Muizzu in India
রাষ্ট্রপতি ভবনে মুইজ্জু (এক্স হ্যান্ডেল)

নয়াদিল্লি, 7 অক্টোবর:দীর্ঘ দ্বিপাক্ষিক টানাপোড়েন ৷ অবশেষে সবকিছু দূরে সরিয়ে 5 দিনের ভারত সফরে এসেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু ৷ রবিবার সপরিবারে দিল্লিতে পা রাখেন তিনি ৷ সূচি অনুযায়ী, সোমবার রাষ্ট্রপতি ভবনে পৌঁছন মুইজ্জু ৷ সেখানে তাঁকে অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

ক্ষমতায় আসার পর এই নিয়ে দ্বিতীয়বার ভারত সফরে মুইজ্জু এবং তাঁর স্ত্রী সাজিদা মহম্মদ ৷ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে তাঁদের এই সফর ৷ আগামী 10 অক্টোবর পর্যন্ত ভারতে থাকবেন মালদ্বীপের প্রেসিডেন্ট ৷ 5 দিনের এই সফরকালে রাষ্ট্রপতি মুর্মু ও প্রধামন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি ৷

এছাড়াও, আগ্রার তাজমহল দর্শন-সহ শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকের পরিকল্পনা রয়েছে মুইজ্জুর ৷ সম্প্রতি, রাষ্ট্রসংঘের 79তম সাধারণ অধিবেশনে ভারত সফরের ইঙ্গিত দিয়েছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট ৷ দু'দেশের 'মজবুত দ্বিপাক্ষিক সম্পর্ক'-এর কথাও তুলে ধরেন নিজের বক্তব্যে ৷ সর্বভারতীয় সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "খুব শীঘ্রই ভারত সফরের পরিকল্পনা করছি ৷ আমাদের দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ভিষণ মজবুত ৷"

দায়িত্ব গ্রহণের পর বিদেশ সফরে প্রথম ভারতে আসেন মালদ্বীপের রাষ্ট্রপতিরা ৷ দীর্ঘদিন ধরে এই নিয়মই চলে আসছে ৷ কিন্তু, সেই প্রথায় ছেদ ঘটান মহম্মদ মুইজ্জু ৷ মালদ্বীপের প্রেসিডেন্ট হওয়ার পর প্রথমে তুর্কি ও পরে চিন সফরে যান তিনি ৷ যদিও তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে ভারত সফরে আসেন তিনি ৷ সেই সফরের পর আরও একবার দিল্লিতে পা রাখলেন মুইজ্জু ৷

প্রসঙ্গত, ক্ষমতায় আসার পর ভারতীয় সেনাবাহিনীকে সরে যাওয়ার নির্দেশ দেন মুইজ্জু ৷ সেই নিয়ে দু'দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে ক্রমশ ভাটা পড়তে থাকে ৷ তাঁর নির্দেশের পর সেই দেশ থেকে বাধ্য হয়ে সেনা সরিয়েও নেয় ভারত ৷ এরপর থেকেই পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করে ৷ প্রভাব পরে মালদ্বীপের পর্যটন শিল্পের উপরও ৷

এদিকে, ক্রমশ অর্থনৈতিক সঙ্কটের দিকে এগোচ্ছে মালদ্বীপ ৷ ক্ষমতায় আসার পর পরিস্থিতির খুব একটা পরিবর্তন করতে পারেননি মুইজ্জু ৷ এই আবহে তাঁর এই ভারত সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক মহলের একাংশ ৷

ABOUT THE AUTHOR

...view details