পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কর্তব্যরত অবস্থায় গুলি করে আত্মহত্যা কনস্টেবলের, দেখুন হাড়হিম করা ভিডিয়ো - Police Constable Suicide - POLICE CONSTABLE SUICIDE

Constable Died by Suicide: অন্যদিনের মতোই বৃহস্পতিবার ডিউটি করছিলেন ৷ হঠাৎ শোনা যায় গুলির শব্দ ৷ সহকর্মীরা এসে শঙ্করকে মৃত অবস্থায় দেখে হতবাক !

Etv Bharat
পুলিশ কনস্টেবলের আত্মহত্যার মুহূর্ত

By ETV Bharat Bangla Team

Published : Apr 11, 2024, 9:01 PM IST

পুলিশ কনস্টেবলের আত্মহত্যার মুহূর্তের সিসিটিভি ফুটেজ

বিশাখাপত্তনম, 11 এপ্রিল:কর্তব্যরত অবস্থায় নিজের সরকারি বন্দুক থেকে গুলি করে আত্মহত্যা করলেন এক পুলিশ কনস্টেবল ৷ গোটা ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্য়ামেরায় ৷ বিশাখাপত্তনমোর ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন পোলাভারপু শঙ্কর রাও নামের ওই এসপিএফ কনস্টেবল ৷ বৃহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ ডিউটিতে আসেন ৷ তারপর 6টা নাগাদ নিজের এসএলআর বন্দুক দিয়ে গুলি করে আত্মহত্যা করেন। তিনি বিশাখাপত্তনম শহরের মাদিলাপালেম এলাকার বাসিন্দা ৷ দ্বারকানগরের জ্যোতি বুক ডিপোর কাছে ব্যাঙ্কের শাখায় নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন ।

গুলির আওয়াজ হওয়ার সময় পাশে থাকা সহকর্মীরা ছুটে আসেন। তাঁরা দ্বারকা থানায় খবর দেন । নিহত কনস্টেবলের স্ত্রী, সাত বছরের এক ছেলে ও দুই বছরের এক মেয়ে রয়েছে । এই ঘটনায় দ্বারকানগরের এসিপি রামবাবু জানিয়েছেন, আর্থিক অনটনের কারণে তিনি আত্মহত্যা করেছেন শঙ্কর। দেহ ময়নাতদন্তের জন্য স্থানীয় কেজিএইচে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে ।

শঙ্কর রাওয়ের আত্মহত্যার সময় আরও চারজন কনস্টেবল কর্তব্যরত ছিলেন । তাঁরা জানান, আশেপাশে যখন কেউ ছিল না তখন শঙ্কর রাও পরীক্ষা করেছিলেন কীভাবে একটি এসএলআর বন্দুক দিয়ে গুলি করতে হয় ৷ এরপর ঈশ্বরের নাম নিয়ে বন্দুকের ট্রিগারটি টিপে দেন ৷ গুলিবিদ্ধ হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই তাঁর মৃত্যু হয় । গুলির আওয়াজ শুনে কর্মরত তিন কনস্টেবল ছুটে এসে শঙ্কররাওকে পড়ে যেতে দেখে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন ।

মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ। শঙ্কর রাও একটি সুইসাইড নোট লিখে পকেটে রেখেছিলেন। বর্তমানে চিঠিটি ঊর্ধ্বতনদের কাছে রয়েছে । এই আত্মহত্যার ঘটনায় কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শঙ্করের জন্মস্থান ভিজিয়ানগরম জেলার রাজম শহর। সহকর্মীরা জানিয়েছেন, শঙ্করের তেমন কোনও পারিবারিক কলহ বা সম্পত্তির বিরোধ নেই। তবে ঘনিষ্ঠদের সন্দেহ, আত্মহত্যার পিছনে নিশ্চয় কোনও গভীর কারণ রয়েছে ৷

আরও পড়ুন :

  1. স্ত্রী করবা চৌথের উপোস করেননি, অভিমানে আত্মঘাতী কনস্টেবল
  2. আত্মহত্যা রুখতে পুলিশকর্মীদের মানসিক স্বাস্থ্যের খোঁজ নেওয়া উচিত, বলছেন মনোরোগ বিশেষজ্ঞ

ABOUT THE AUTHOR

...view details