পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

'এক হ্যায় তো সেফ হ্যায়'র পক্ষে রায় দিয়েছে মহারাষ্ট্র, দাবি প্রধানমন্ত্রীর - ASSEMBLY ELECTION 2024

প্রধানমন্ত্রী মনে করেন, পরজীবী রাজনৈতিক দলে পরিণত হয়েছে কংগ্রেস। যারা কংগ্রেসের হাত ধরে তাদেরও ডুবিয়ে দেয়।

pm-narendra-modi-
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (বিজেপির এক্স হ্যান্ডেলের ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Nov 23, 2024, 10:44 PM IST

নয়াদিল্লি, 23 নভেম্বর: মহারাষ্ট্র নির্বাচনের ফলাফলে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর মতে মহারাষ্ট্রের ভোটাররা 'এক হ্যায় তো সেফ হ্যায়'র পক্ষে ভোট দিয়েছেন। মহারাষ্ট্র যে একজোট হওয়ার বার্তা দিয়েছে সেটা আসলে এখন দেশের মহামন্ত্রে পরিণত হয়েছে।

পাশাপাশি তিনি মনে করেন, কংগ্রেস এখন একটি পরজীবী রাজনৈতিক দলে পরিণত হয়েছে । যারা কংগ্রেসের হাত ধরে তাদেরও ডুবিয়ে দেয় । মহারাষ্ট্রে উন্নয়নের জয় হয়েছে । সামাজিক ন্যায়ের জয় হয়েছ। মিথ্যা আর ছলনা হেরেছে । বিভাজনকারী শক্তির পরাজয় হয়েছে । পরিবারবাদও পরাজিত হয়েছে। মহারাষ্ট্র বিকশিত ভারতের সঙ্কল্পকে আরও মজবুত করেছে ।

একাধিক রেকর্ড বিজেপির

প্রধানমন্ত্রী জানান, গত 50 বছরে কোনও দল বা প্রাক নির্বাচনী জোটের পক্ষে এটাই সবচেয়ে বড় জয়। এই নিয়ে টানা তিনবার বিজেপির নেতৃত্বে থাকা জোট ভোটে জিতেছে মারাঠা ভূমে। তাছাড়া এই নিয়ে টানা তিনবার মহারাষ্ট্রে বিজেপি সবচেয়ে বড় দল হিসেবেও উঠে এসেছে । এই জয় আসলে বিজেপির সুশাসনের উপর সাধারণ মানুষের শিলমোহর। বিজেপি একা কংগ্রেস এবং তার সঙ্গীদের থেকে বেশি আসন পেয়েছে। এটা দেখায় সুশাসনের জন্য দেশ একমাত্র বিজেপি আর এনডিএ'র উপরই ভরসা করে । তিনি জানান, এর আগে দেশের 6টি রাজ্য গোয়া-গুজারাত, ছত্তিশগড়, হরিয়ানা এবং মধ্যপ্রদেশে বিজেপি টানা তিনবার জিতেছে । বিহারেও এনডিএ- তিনবার সবচেয়ে বড় দল হয়েছে। জনতা বিজেপির সুশাসনের মডেলের উপর ভরসা রেখেছেন ।

পাপের শাস্তি

প্রধানমন্ত্রী আরও জানান, কয়েক বছর আগে কয়েকজন জনমতকে অগ্রাহ্য করে মহারাষ্ট্রে সরকার তৈরি করেছিল । মানুষ সুযোগ পেতেই সেই পাপের শাস্তি দিয়েছে। তাঁর মতে, মহারাষ্ট্রের এই জনাদেশ উন্নত ভারতের ভিত্তি হবে। কংগ্রেস ভেবেছিল সংবিধান এবং সংরক্ষণের নামে মিথ্যা কথা বলবে জিতবে। কিন্তু মহারাষ্ট্র স্পষ্ট বলেছে, 'এক হ্যায় তো সেফ হ্যায় । যারা ধর্ম-জাতির রাজনীতি করে তাদের শিক্ষা দিয়েছে ।

মারাঠি ভাষার জন্য

অন্য একটি প্রসঙ্গে তিনি জানান, কংগ্রেস মারাঠি ভাষার জন্য কিছু করেনি । তাদের কাছে সুযোগ ছিল । তবুও কিছু করেনি । কিন্তু তাঁর সরকার মারাঠি ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে । আর তাই মানুষও এনডিএ-র উপর আস্থা রেখেছেন । তিনি জানান, আগামী পাঁচ বছরে মহারাষ্ট্রে উন্নয়ন হবে ।

ABOUT THE AUTHOR

...view details