অযোধ্যা, 22 জানুয়ারি: প্রায় পাঁচশো বছর পর জন্মস্থানে ফিরলেন রামলালা ৷ সোমবার রাম জন্মভূমিতে নবনির্মিত মন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে প্রাণ প্রতিষ্ঠা হল রামলালার ৷ এর পর মন্দিরের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বললেন, ‘‘কয়েকশো বছরের প্রতীক্ষা, ধৈর্য ও ত্যাগের পর আজ আমাদের রাম এসেছেন ৷’’
সোমবার নির্ধারিত সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে মন্দিরের গর্ভগৃহে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয় ৷ তার পর মন্দিরের বাইরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ সেই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বক্তৃতা দিতে উঠে রামলালার তাঁবুতে থাকার উল্লেখ করেন ৷ তার পর তিনি জানান, ভগবান রাম আর তাঁবুতে থাকবেন না ৷ কিন্তু এখন একটি মহৎ মন্দিরে থাকবেন । একই সঙ্গে তিনি বলেন, "আজ আমাদের রাম এসেছেন । বহু যুগের অপেক্ষার পর আমাদের রাম এসেছেন ।"
প্রধানমন্ত্রী মোদি আরও জানান, আজ থেকে হাজার বছর পরও মানুষ আজকের দিন মনে রাখবেন ৷ ভগবান রামের আশীর্বাদেই মানুষ এই মুহূর্তের সাক্ষী হতে পারল ৷ তিনি বলেন, "আমি ভগবান রামের কাছে ক্ষমা চাই, আমাদের তপস্যায় এমন কিছু ত্রুটি ছিল যে আমরা এত দিন এই কাজটি সম্পূর্ণ করতে পারিনি । সেই ত্রুটি কাটিয়ে উঠেছে । আমি বিশ্বাস করি ভগবান রাম আমাদের ক্ষমা করবেন ।"