সম্ভল(উত্তরপ্রদেশ), 19 ফেব্রুয়ারি: রামরাষ্ট্রের দাবি তুলেছিলেন তিনি ৷ তাই কংগ্রেস তাঁকে শৃঙ্খলাহীনতা এবং দল বিরোধী মন্তব্যের জন্য বহিষ্কার করে ৷ ছ'বছরের জন্য বহিষ্কৃত সেই প্রবীণ কংগ্রেস নেতা প্রমোদ কৃষ্ণমকে পাশে নিয়েই সোমবার উত্তরপ্রদেশের সম্ভল জেলায় আইচোরা কাম্বোহ গ্রামে শ্রী কল্কি ধামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এ দিন মোদির মুখে ভূয়সী প্রশংসা শোনা যায় প্রমোদ কৃষ্ণমের ৷ সোমবার প্রধানমন্ত্রী আরও অনেক বিশিষ্ট অতিথি-সহ সকাল সাড়ে 10টায় হেলিকপ্টারে করে এখানে পৌঁছন । শুধু তিনি নন, শ্রী কল্কি ধামের ভিত্তিপ্রস্তর স্থাপনে সারা দেশের ঋষি-সাধুরাও অংশ নেন । তাঁর মধ্যে ছিলেন আচার্য প্রমোদ কৃষ্ণমও ৷ রীতি অনুযায়ী গর্ভগৃহে পুজো সারেন মোদি ।
সকলকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জয় মা কৈলা দেবী, জয় বুধে বাবা কি বলে তাঁর ভাষণ শুরু করেন । তিনি বলেন, "উত্তরপ্রদেশের ভূমি থেকে ভগবান রাম ও ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি ও আধ্যাত্মিকতার আরেকটি স্রোত প্রবাহিত হচ্ছে । সাধকদের ভক্তি ও মানুষের চেতনায় আরেকটি পবিত্র স্থানের ভিত্তি স্থাপন করা হচ্ছে । আমি নিশ্চিত যে কল্কি ধাম ভারতীয় বিশ্বাসের আরেকটি মহান কেন্দ্র হিসেবে সকলের সামনে আসবে । সবার মঙ্গল কামনা করছি ।"
মঞ্চ থেকে শাশ্বত বার্তা দিলেন মোদি: প্রধানমন্ত্রী জানান, এই ধামে ভগবানের দশটি অবতার থাকবে । দশটি গর্ভগৃহ থাকবে । এই সময়ে কাশীর ভূমিতে বিশ্বনাথের মহিমা জ্বলে উঠতে দেখা গিয়েছে । কাশীকে নতুন রূপে দেখছে সকলে । দেখছে মহাকালের মহলোকের মহিমা । সোমনাথের উন্নয়ন দেখছে । কেদার উপত্যকার পুনর্গঠন দেখছে । মন্দিরের পাশাপাশি মেডিক্যাল কলেজও তৈরি হচ্ছে ৷ প্রাচীন মূর্তিও আসছে বিদেশ থেকে ৷ তিনি বলেন, "আমরা ঐতিহ্যের পাশাপাশি উন্নয়নের মন্ত্র বহন করছি । দেশে আজ মন্দির তৈরি হচ্ছে, নতুন মেডিক্যাল কলেজও তৈরি হচ্ছে । বিদেশ থেকেও ফিরে আসছে প্রাচীন ভাস্কর্য । বিদেশি বিনিয়োগও আসছে রেকর্ড পরিমাণে । সময়ের চাকা যে ঘুরেছে তার প্রমাণ এই পরিবর্তন ।"
একটি নতুন যুগ কড়া নাড়ছে: মোদির কথায়, একটি নতুন যুগ আজ আমাদের দরজায় কড়া নাড়ছে । এটাই সময় যে আমরা খোলা হৃদয়ে সেই আগমনকে স্বাগত জানাই । তাই তিনি লালকেল্লা থেকে দেশকে আশ্বস্ত করেছেন যে এটাই সঠিক সময় । যেদিন (22 জানুয়ারি) অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হয়েছে সেদিন থেকে একটি নতুন যুগ শুরু হয়েছে ।