নয়াদিল্লি, 29 অক্টোবর: প্রবীণ নাগরিকদের কাছে ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দেশে 70 বছর ও তার বেশি বয়সি নাগরিকরা আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন ৷ মঙ্গলবার একটি অনুষ্ঠানে সেই প্রকল্পের সূচনা করেন তিনি ৷ লোকসভা নির্বাচনে জয়ী হয়ে তৃতীয়বার সরকার গড়ে এনডিএ জোট ৷ এরপর বাজেটে আয়ুষ্মান ভারতের আওতায় প্রবীণ নাগরিকদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী ৷
দেশে বিজেপি শাসিত রাজ্যগুলি কেন্দ্রের এনডিএ সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পের সুযোগ পেলেও দিল্লি ও পশ্চিমবঙ্গে বসবাসকারী নাগরিকরা এ থেকে বঞ্চিত ৷ রাজনৈতিক কারণে কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত স্বাস্থ্য প্রকল্পটি কার্যকর করা হয়নি বলে এদিন ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী ৷ এই ঘটনায় তিনি ব্যথিত বলেও জানান ৷
প্রধানমন্ত্রী মোদি বলেন, "দিল্লি এবং পশ্চিমবঙ্গে 70 বছরের বেশি বয়সি নাগরিকদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ৷ আমি আপনাদের সেবা করতে পারলাম না ৷ আমি তাঁদের ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি জানি আপনারা কেমন আছেন ৷ আমি সেই খবর পাই, কিন্তু আপনাদের সাহায্য করতে পারব না ৷ কারণ, দিল্লি ও পশ্চিমবঙ্গ সরকার আয়ুষ্মান যোজনায় যোগদান করেনি ৷ দিল্লি ও বাংলার মানুষ আয়ুষ্মান ভারতের সুবিধে পাবেন না ৷ এই দু'টি সরকার রাজনৈতিক কারণে আয়ুষ্মান ভারত কার্যকর করছে না ৷"
তিনি আরও বলেন, "রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে নিজের রাজ্যের দুঃস্থ, অসুস্থদের উপর দমন-পীড়ন চালানো হচ্ছে ৷ এই প্রবণতা মানবতা বিরোধী ৷ এই অবস্থায় আমি পশ্চিমবঙ্গ ও দিল্লির প্রবীণ নাগরিকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ৷ আমি দেশের মানুষের সেবা করতে চাই ৷ কিন্তু রাজনৈতিক দেওয়াল দিল্লি ও পশ্চিমবঙ্গবাসীর সেবা করার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে ৷"
আয়ুষ্মান ভারত প্রকল্পে 70 বছরের বেশি বয়সিদের চিকিৎসার বিষয়ে প্রধানমন্ত্রী জানান, তাঁরা বিনামূল্যে হাসপাতালে চিকিৎসা করাতে পারবেন ৷ তাঁদের 'আয়ুষ্মান ভায়া বন্দনা' কার্ড দেওয়া হবে ৷ আজ চিকিৎসক ধন্বন্তরীর জন্ম জয়ন্তী ৷ এই উপলক্ষ্যে 12 হাজার 850 কোটি টাকার এই প্রজেক্টের সূচনা করেন তিনি ৷