নয়াদিল্লি, 1 নভেম্বর: প্রয়াত হলেন প্রখ্যাত অর্থনীতিবিদ বিবেক দেবরায় ৷ তিনি প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের (EAC-PM) চেয়ারম্যান ছিলেন ৷ আজ সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন ইএসি-পিএম-এর একজন শীর্ষকর্তা ৷ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ও প্রেসিডেন্সি কলেজের প্রাক্তনী বিবেক দেবরায় এইমসে ভর্তি ছিলেন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 69 বছর ৷ তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ৷
দিল্লি স্কুল অফ ইকোনমিকস ও কেমব্রিজের ট্রিনিটি কলেজেও পড়াশোনা করেছেন বিবেক দেবরায় ৷ কাজ করেছেন কলকাতার প্রেসিডেন্সি কলেজ, পুনের গোখেল ইনস্টিটিউট অফ পলিটিক্স অ্যান্ড ইকোনমিক্স ও দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেডে ৷ এছাড়াও আইনি সংস্কার সংক্রান্ত অর্থ মন্ত্রক/ইউএনডিপি প্রকল্পের অধিকর্তাও ছিলেন তিনি ৷ 2019 সালের 3 জুন পর্যন্ত তিনি নীতি আয়োগেরও সদস্য ছিলেন । বেশ কয়েকটি বই, গবেষণাপত্র ও জনপ্রিয় নিবন্ধ লিখেছেন এবং সম্পাদনা করেছেন বিবেক দেবরায় ৷ এছাড়াও বেশ কয়েকটি সংবাদপত্রের পরামর্শদাতা ও কন্ট্রিবিউটিং এডিটরও ছিলেন তিনি ।