পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্রেসিডেন্ট ট্রাম্পের আমন্ত্রণে আমেরিকা সফরে মোদি , যাবেন ফ্রান্সেও - PM MODI FRANCE US VISIT

ফেব্রুয়ারির মাঝামাঝি বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ৷ প্রথমে ফ্রান্সে এবং তারপর 'বন্ধু' ট্রাম্পের আমন্ত্রণে আমেরিকা সফরে যাবেন তিনি ৷

PM Modi with President Trump
প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী মোদি (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Feb 7, 2025, 9:58 PM IST

নয়াদিল্লি, 7 ফেব্রুয়ারি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা হয়েছে আগেই ৷ এবার তাঁর সঙ্গে দেখা করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আগামী 12 ফেব্রুয়ারি আমেরিকা সফরে যাবেন তিনি। শুক্রবার এই তথ্য জানিয়েছে বিদেশ মন্ত্রক ৷

এদিন বিদেশ সচিব বিক্রম মিস্রী একটি সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রীর আসন্ন দু'টি বিদেশ সফরের বিষয়ে জানান ৷ তিনি বলেন, "প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে প্রধানমন্ত্রী মোদি 12-13 ফেব্রুয়ারি আমেরিকা সফরে যাবেন ৷ ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর এটাই তাঁর প্রথম মার্কিন সফর ৷ প্রেসিডেন্ট ট্রাম্পের শপথ নেওয়ার পর প্রথম যে রাষ্ট্রনেতারা আমেরিকায় যাচ্ছেন, তাঁদের মধ্যে প্রধানমন্ত্রী মোদি অন্যতম ৷"

প্রেসিডেন্ট ট্রাম্পের আমন্ত্রণ প্রসঙ্গে বিদেশ সচিব আরও বলেন, "নয়া ট্রাম্প প্রশাসন শপথ নেওয়ার মাত্র তিন সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রীকে আমেরিকা সফরের আমন্ত্রণ জানিয়েছে ৷ এতেই স্পষ্ট যে, আমেরিকা-ভারতের অংশীদারি সম্পর্কের গুরুত্ব কতটা ৷ এতে দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতার সম্পর্কটিও প্রতিফলিত হয় ৷"

ফ্রান্স সফর

মার্কিন সফরের আগে আগামী সোমবার, 10 ফেব্রুয়ারি ফ্রান্সে যাবেন প্রধানমন্ত্রী ৷ সেখানে কৃত্রিম মেধার উপর 'এআই অ্যাকশন সামিট'-এ অংশ নেবেন ৷ এরপর সেখানে ভারত-ফ্রান্স সিইওস ফোরামের অনুষ্ঠানেও হাজির হবেন প্রধানমন্ত্রী ৷ 11 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী মোদি ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ সে দেশের দক্ষিণে অবস্থিত মার্সেই শহরে যাবেন ৷ সেখানে ভারতীয় কনস্যুলেটের উদ্বোধন করবেন ৷

এদিনই প্রধানমন্ত্রীর সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ৷ 12 ফেব্রুয়ারি দুই দেশের রাষ্ট্রনেতারা প্রথম বিশ্বযুদ্ধে শহিদ হওয়া ভারতীয় সেনাদের সমাধিক্ষেত্রে গিয়ে তাঁদের প্রতি শ্রদ্ধা জানাবেন ৷ এছাড়াও প্রধানমন্ত্রী মোদি ও প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ফ্রান্সে ইউরোপের সর্ববৃহৎ প্রযুক্তি গবেষণাকেন্দ্র কারাডাশ-এ যাবেন ৷ সেখানে ইন্টান্যাশনাল থার্মোনিউক্লিয়ার এক্সপেরিমেন্টাল রিঅ্যাক্টর (আইটিইআর) ঘুরে দেখবেন ৷ এই সফর শেষে মার্কিন মুলুকে পা রাখেবেন মোদি।

ABOUT THE AUTHOR

...view details