নয়াদিল্লি, 7 ফেব্রুয়ারি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা হয়েছে আগেই ৷ এবার তাঁর সঙ্গে দেখা করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আগামী 12 ফেব্রুয়ারি আমেরিকা সফরে যাবেন তিনি। শুক্রবার এই তথ্য জানিয়েছে বিদেশ মন্ত্রক ৷
এদিন বিদেশ সচিব বিক্রম মিস্রী একটি সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রীর আসন্ন দু'টি বিদেশ সফরের বিষয়ে জানান ৷ তিনি বলেন, "প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে প্রধানমন্ত্রী মোদি 12-13 ফেব্রুয়ারি আমেরিকা সফরে যাবেন ৷ ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর এটাই তাঁর প্রথম মার্কিন সফর ৷ প্রেসিডেন্ট ট্রাম্পের শপথ নেওয়ার পর প্রথম যে রাষ্ট্রনেতারা আমেরিকায় যাচ্ছেন, তাঁদের মধ্যে প্রধানমন্ত্রী মোদি অন্যতম ৷"
প্রেসিডেন্ট ট্রাম্পের আমন্ত্রণ প্রসঙ্গে বিদেশ সচিব আরও বলেন, "নয়া ট্রাম্প প্রশাসন শপথ নেওয়ার মাত্র তিন সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রীকে আমেরিকা সফরের আমন্ত্রণ জানিয়েছে ৷ এতেই স্পষ্ট যে, আমেরিকা-ভারতের অংশীদারি সম্পর্কের গুরুত্ব কতটা ৷ এতে দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতার সম্পর্কটিও প্রতিফলিত হয় ৷"