পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মোদির ডিগ্রি সংক্রান্ত মামলা, আপ সাংসদের আর্জি খারিজ - PM Modi Degree Remarks - PM MODI DEGREE REMARKS

PM Modi Degree Remarks: বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চের সামনে নিজেদের আর্জি জমা দেন সঞ্জয় সিংয়ের আইনজীবী রেবেকা জন ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Apr 8, 2024, 3:22 PM IST

Updated : Apr 8, 2024, 9:00 PM IST

নয়াদিল্লি, 8 এপ্রিল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শিক্ষাগত ডিগ্রি সম্পর্কিত মামলায় ধাক্কা খেলেন আপ সাংসদ সঞ্জয় সিং ৷ গুজরাত বিশ্ববিদ্যালয়ের দায়ের করা মানহানি মামলায় ট্রায়াল কোর্ট সঞ্জয় সিং-এর বিরুদ্ধে সমন জারি করেছিল ৷ সেই সমনকে চ্যালেঞ্জ করে আপ সাংসদ সঞ্জয় সিং সুপ্রিম কোর্টে আবেদন করেন ৷ সোমবার সেই আর্জি খারিজ করেছে সুপ্রিম কোর্ট।

বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চের সামনে নিজেদের আর্জি জমা দেন সঞ্জয় সিংয়ের আইনজীবী রেবেকা জন ৷ তিনি জানান, তাঁর মক্কেল গুজরাত বিশ্ববিদ্যালয়ের মানহানি করেননি। তিনি জোর দিয়ে জানিয়েছিলেন, কোথাও সঞ্জয় বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ করেননি ৷ তাহলে মানহানির প্রশ্ন ওঠে কীভাবে।

আইনজীবী রেবেকা জন আরও জানান, তাঁর মক্কেল এক্স হ্যান্ডেলে কোনও ভিডিয়ো আপলোড করেননি ৷ এমনকী সঞ্জয় সিং কখনও বলেননি যে, গুজরাত বিশ্ববিদ্যালয় কোনও ডিগ্রি জাল করেছে। তিনি সুপ্রিম কোর্টে জানান, এই জাতীয় কোনও ভিডিয়ো আপলোড করা হয়েছে কি না, তা টুইটার থেকে খুঁজে বের করা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব।

শীর্ষ আদালতের বেঞ্চ মৌখিকভাবে পর্যবেক্ষণে জানিয়েছে, অভিযোগের পর্যায়ে শুধুমাত্র একটি প্রাথমিক মামলার প্রয়োজন ৷ আইনজীবীকে অভিযোগটি পড়তেও বলেছে সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, সঞ্জয় সিং অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক এই বিষয়ে তাঁকে জারি করা সমন বাতিল করার জন্য শীর্ষ আদালতে গিয়েছিলেন ৷ গুজরাত হাইকোর্ট এর আগে সঞ্জয় সিংকে এই বিষয়ে কোনও রক্ষাকবচ দিতে অস্বীকার করেছিল। এবার সুপ্রিম কোর্টেও ধাক্কা খেলেন দিল্লি আবগারি দুর্নীতি মামলায় সদ্য জামিন পাওয়া আপের রাজ্য়সভার সাংসদ সঞ্জয় সিং।

আরও পড়ুন

মোদির সফরের কয়েক ঘণ্টা আগেই সুকমায় উদ্ধার বিপুল বিস্ফোরক

প্রচার পেতে কেজরিকে মুখ্যমন্ত্রিত্ব থেকে সরাতে বারবার জনস্বার্থ মামলা, পর্যবেক্ষণ দিল্লি হাইকোর্টের

Last Updated : Apr 8, 2024, 9:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details