নয়াদিল্লি, 25 জুন: অষ্টাদশ লোকসভার শুরু থেকেই নজির সৃষ্টির হাতছানি ৷ স্পিকার পদের জন্য নির্বাচনে প্রার্থী দিয়েছে এনডিএ ও ইন্ডিয়া ব্লক ৷ আর এই স্পিকার নির্বাচনকে ঘিরেই ইতিহাস সৃষ্টির মুখে দাঁড়িয়ে লোকসভা ৷
বুধবার স্পিকার নির্বাচন হলে স্বাধীনতার পর থেকে লোকসভার ইতিহাসে এই নিয়ে তৃতীয়বার স্পিকার পদের জন্য নির্বাচন হবে ৷ লড়াইয়ে এনডিএ প্রার্থী কোটার বিজেপি সাংসদ ওম বিড়লা এবং ইন্ডিয়া ব্লকের প্রার্থী আটবারের সাংসদ কে সুরেশ ৷ বুধবার স্পিকার নির্বাচন হলে তৈরি হওয়ার পথে আরও এক নজির ৷ সবকিছু ঠিকঠাক চললে, অঙ্কের হিসেব বলছে, ওম বিড়লার লোকসভায় পুনরায় স্পিকার হিসেবে নির্বাচিত হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা ৷ আর বর্তমান স্পিকার নির্বাচিত হলে তিনি হবেন লোকসভার ইতিহাসে দ্বিতীয় স্পিকার, যিনি পুনর্নির্বাচিত হবেন ৷ তাঁর আগে এই কৃতিত্ব রয়েছে শুধুমাত্র বলরাম ঝাখরের ৷ ঘটনাচক্রে ঝাখর ও ওম দু'জনেই রাজস্থানের সাংসদ ৷
1980 থেকে 1985 সালে ইন্দিরা গান্ধি প্রধানমন্ত্রী থাকাকালীন এবং 1985 থেকে 1990 সালে রাজীব গান্ধির প্রধানমন্ত্রিত্বের সময় পরপর দু'বার লোকসভায় পূর্ণ মেয়াদের অধ্যক্ষ হয়েছিলেন বলরাম ঝাখর ৷ 1980 সালে তিনি পঞ্জাবের ফিরোজপুর থেকে জিতলেও 1984 সালে জিতেছিলেন রাজস্থানের সীকর থেকে ৷ অপরদিকে, 2014 সাল থেকে টানা তিনবার রাজস্থানের কোটা থেকে নির্বাচিত ওম বিড়লা বুধবার ফের স্পিকার হিসেবে নির্বাচিত হলে তিনি বলরাম ঝাখরের কৃতিত্ব ছোঁবেন ৷