পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

খুলছে পুরী জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডার ! - RATNA BHANDAR - RATNA BHANDAR

Puri Jagannath temple Ratna Bhandar: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে খুলতে চলেছে পুরী জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডার ৷ অন্তত রাজ্য সরকারের তরফে নয়া কমিটি গঠন হওয়ার পর এমনটাই মনে করছে স্থানীয় মানুষরা ৷

Puri Jagannath Temple
পুরী জগন্নাথ মন্দির (ইটিভি ভারত)

By PTI

Published : Jul 5, 2024, 3:37 PM IST

ভুবনেশ্বর, 5 জুলাই: খুলছে পুরী জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডার ! যে রত্ন ভাণ্ডার ঘিরে একাধিক মিথ এবং লোকগাথাও জড়িয়ে আছে ৷ এমনও শোনা যায়, এই রত্নভাণ্ডারে লুকিয়ে আছে বিপুল ধনসম্পদ ৷ এবার সেই ভাণ্ডারই খুলে দিতে উদ্যত হয়েছে রাজ্য সরকার ৷

ওড়িশা সরকার পুরীর জগন্নাথ মন্দিরে রত্নভাণ্ডার ফের খোলার তদারকির জন্য একটি নয়া উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে ৷ মূল্যবান জিনিসপত্র সংগ্রহের জন্যও এই কমিটি কাজ করবে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার রাতে এক সংবাদ সম্মেলনে রাজ্যের আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন জানান, ওড়িশা হাইকোর্টের নির্দেশ মেনে এই প্যানেল গঠন করা হয়েছে। মার্চ মাসে বিজেডি সরকার রত্নভাণ্ডারে সঞ্চিত গয়না এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্রের তালিকা তদারকি করার জন্য সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অরিজিৎ পাসায়াতের নেতৃত্বে 12 সদস্যের একটি কমিটি গঠন করেছিল। বর্তমান বিজেপি সরকার বিচারপতি পাসায়াতের নেতৃত্বাধীন প্যানেল ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করেছে বলে খবর।

আইন বিভাগের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "রত্নভাণ্ডারে সঞ্চিত গয়না-সহ মূল্যবান জিনিসপত্র বের করার জন্য শ্রী জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির তত্ত্বাবধানে বিচারপতি বিশ্বনাথ রথের সভাপতিত্বে একটি উচ্চস্তরের কমিটি পুনর্গঠন করা হয়েছে ৷" ওড়িশা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিশ্বনাথ রথের নেতৃত্বে 16 সদস্যের নতুন কমিটি আগামী 6 জুলাই রত্নভাণ্ডার খোলার তারিখ নির্ধারণ করতে এবং ভিতরের চেম্বার মেরামতের জন্য রূপরেখা তৈরি করতে পুরীতে বৈঠক করবে বলেও খবর। এর ভিতরে মূল্যবান জিনিসপত্রের তালিকাও তৈরি করা হবে বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী হরিচন্দন।

আইনমন্ত্রী বলেন, "12 শতকের মন্দিরের কোষাগারে সংরক্ষিত মূল্যবান জিনিসপত্রের গুণমান পরীক্ষা করার জন্য কোনও বহিরাগত সংস্থা জড়িত হবে কি না, তাও প্যানেল সিদ্ধান্ত নেবে। কমিটির সুপারিশ অনুসারে, রাজ্য সরকার রত্নভাণ্ডার পুনরায় খোলার জন্য তার ভবিষ্যত পদক্ষেপের সিদ্ধান্ত নেবে ৷" শ্রীজগন্নাথ মন্দির প্রশাসনের প্রধান প্রশাসককে কমিটির সদস্য আহ্বায়ক নিযুক্ত করা হয়েছে ৷ পুরীর কালেক্টর, বালি শিল্পী সুদর্শন পট্টনায়েক, গজপতি মহারাজের প্রতিনিধি, এএসআই-এর প্রতিনিধি এবং ওড়িশার প্রাক্তন ডিজিপি প্রকাশ মিশ্র প্যানেলের অন্যান্য সদস্য হিসাবে নিযুক্ত হয়েছেন। গত বছর 29 সেপ্টেম্বর রত্নভাণ্ডারের সুরক্ষার বিষয়ে বিজেপি নেতা সমীর মোহান্তির দায়ের করা একটি জনস্বার্থ মামলার শুনানিতে হাইকোর্ট সরকারকে একটি উচ্চ-স্তরের কমিটি গঠনের নির্দেশ দেয়।

(পিটিআই)

ABOUT THE AUTHOR

...view details