নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনার অধীনে দেশের এক কোটি পরিবারকে প্রতি মাসে 300 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে পাওয়ার জন্য সক্ষম করবে কেন্দ্রীয় সরকার ৷ বৃহস্পতিবার 2024-25 আর্থিক বছরের অন্তর্বর্তী বাজেটে এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ তিনি জানিয়েছেন, এই প্রকল্পের সুবিধা পেলে ওই এক কোটি পরিবার বছরে অন্তত 18 হাজার টাকা সাশ্রয় করতে পারবে ৷
উল্লেখ্য, প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনার ঘোষণা গত জানুয়ারিতে করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ওই প্রকল্পের অধীনে তিনি দেশের এক কোটি বাড়িতে সোলার সিস্টেম বসানোর পরিকল্পনার কথা জানিয়েছিলেন ৷ এই নিয়ে তিনি সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন ৷ ওই পোস্টে তিনি লেখেন, "অযোধ্যা থেকে ফিরে আসার পর আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের সরকার এক কোটি বাড়ির ছাদে সোলার সিস্টেম স্থাপনের লক্ষ্যে 'প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা' চালু করবে ।"
সেই বিষয়টিই এ দিন নির্মলা সীতারমনের বাজেট বক্তৃতায় উঠে এসেছে ৷ তিনি জানিয়েছেন, ছাদে সোলারাইজেশনের মাধ্যমে এক কোটি পরিবার প্রতি মাসে 300 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পেতে সক্ষম হবে । এই প্রকল্পটি অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের ঐতিহাসিক দিনে প্রধানমন্ত্রীর সংকল্পকে অনুসরণ করে ৷ বিনামূল্যের সৌর বিদ্যুৎ থেকে প্রতিটি পরিবার বছরে 15-18 হাজার টাকা সাশ্রয় করতে পারবে ৷ আর বিভিন্ন সংস্থার কাছে উদ্বৃত্ত বিক্রিও করা যাবে ৷