পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বাড়ির ছাদে সোলার সিস্টেম বসিয়ে বছরে সাশ্রয় হবে 18000 টাকা, প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা নিয়ে বললেন নির্মলা - প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা

Pradhanmantri Suryodaya Yojana: অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা চালু করার কথা জানিয়েছিলেন ৷ বৃহস্পতিবার কেন্দ্রীয় বাজেটে উঠে এল সেই প্রসঙ্গ ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই প্রকল্পের সুবিধাগুলি বুঝিয়েছেন তাঁর বাজেট বক্তৃতায় ৷

Pradhanmantri Suryodaya Yojana
Pradhanmantri Suryodaya Yojana

By ETV Bharat Bangla Team

Published : Feb 1, 2024, 4:45 PM IST

নয়াদিল্লি, 1 ফেব্রুয়ারি: প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনার অধীনে দেশের এক কোটি পরিবারকে প্রতি মাসে 300 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে পাওয়ার জন্য সক্ষম করবে কেন্দ্রীয় সরকার ৷ বৃহস্পতিবার 2024-25 আর্থিক বছরের অন্তর্বর্তী বাজেটে এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ তিনি জানিয়েছেন, এই প্রকল্পের সুবিধা পেলে ওই এক কোটি পরিবার বছরে অন্তত 18 হাজার টাকা সাশ্রয় করতে পারবে ৷

উল্লেখ্য, প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনার ঘোষণা গত জানুয়ারিতে করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ওই প্রকল্পের অধীনে তিনি দেশের এক কোটি বাড়িতে সোলার সিস্টেম বসানোর পরিকল্পনার কথা জানিয়েছিলেন ৷ এই নিয়ে তিনি সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন ৷ ওই পোস্টে তিনি লেখেন, "অযোধ্যা থেকে ফিরে আসার পর আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের সরকার এক কোটি বাড়ির ছাদে সোলার সিস্টেম স্থাপনের লক্ষ্যে 'প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা' চালু করবে ।"

সেই বিষয়টিই এ দিন নির্মলা সীতারমনের বাজেট বক্তৃতায় উঠে এসেছে ৷ তিনি জানিয়েছেন, ছাদে সোলারাইজেশনের মাধ্যমে এক কোটি পরিবার প্রতি মাসে 300 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পেতে সক্ষম হবে । এই প্রকল্পটি অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের ঐতিহাসিক দিনে প্রধানমন্ত্রীর সংকল্পকে অনুসরণ করে ৷ বিনামূল্যের সৌর বিদ্যুৎ থেকে প্রতিটি পরিবার বছরে 15-18 হাজার টাকা সাশ্রয় করতে পারবে ৷ আর বিভিন্ন সংস্থার কাছে উদ্বৃত্ত বিক্রিও করা যাবে ৷

তিনি আরও জানান, এই প্রকল্পের মাধ্যমে বৈদ্যুতিক গাড়ির চার্জিংয়েও সাহায্য করবে ৷ তাছাড়া সোলার সিস্টেম তৈরি, তা ইনস্টলেশন ও রক্ষণাবেক্ষণে প্রযুক্তিগত দক্ষ যুবকদের কর্মসংস্থার সুযোগ বাড়বে ৷ এই ক্ষেত্রে ব্যবসারও বৃদ্ধি হবে ৷ সেন্ট্রাল ইলেক্ট্রিসিটি অথরিটির তথ্য অনুসারে, ভারতে 73 গিগাওয়াটের বেশি সৌর শক্তি-স্থাপিত উৎপাদন ক্ষমতা রয়েছে ।

সংবাদসংস্থা - পিটিআই

আরও পড়ুন:

  1. উন্নত ভারতের ভিত্তি মজবুত করার ‘গ্যারান্টি’ দিল বাজেট, মত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
  2. মেডিক্যাল কলেজের সংখ্যা বৃদ্ধির ঘোষণা, হাসপাতালগুলির পরিকাঠামো খতিয়ে কমিটি গড়ার কথা জানালেন নির্মলা
  3. গ্রামীণ আবাসন প্রকল্পে বাড়ি হয়েছে প্রায় 3 কোটি, আরও দু’কোটি তৈরির লক্ষ্যমাত্রার কথা বাজেটে জানালেন নির্মলা

ABOUT THE AUTHOR

...view details