তুমাকুর ও বল্লারি, 7 মার্চ: রামেশ্বরম ক্যাফে বোমা বিস্ফোরণে অভিযুক্ত আত্মগোপন করে রয়েছেন কর্ণাটকের তুমাকুর ও বাল্লারিতে, এমনই তথ্য পেয়েছে এনআইএ ও কর্ণাটক পুলিশ ৷ তারাই এই ঘটনার তদন্ত করছে ৷ এই তথ্যের ভিত্তিতে এনআইএ ও কর্ণাটক পুলিশ তুমাকুর ও বাল্লারিতে তদন্ত শুরু করেছে ৷ এছাড়াও সন্দেহভাজন সম্পর্কে তথ্য প্রদানকারীকে 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে এনআইএ ।
সিসিটিভি ফুটেজে অভিযুক্ত তুমাকুরে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে ৷ বল্লারিতেও দেখা গিয়েছে৷ সেখান থেকে অন্য জায়গায় চলেও যেতে দেখা গিয়েছে ৷ বুধবার বেঙ্গালুরু পুলিশ ও জেলা পুলিশ আধিকারিকদের একটি দল তুমাকুরের গুরুত্বপূর্ণ জায়গায় সিসিটিভি ফুটেজ পরীক্ষা করেছে । তারা তুমাকুর কর্পোরেশনের সিসিটিভি কন্ট্রোল রুমে গিয়ে তথ্য সংগ্রহ করেন । তুমাকুরের বাসস্ট্যান্ড-সহ সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে ৷ আর রাতভর তল্লাশি চালানো হয়েছে ।
অন্যদিকে এনআইএ আধিকারিকরা দু’টি গাড়িতে বেঙ্গালুরু থেকে বল্লারি আসেন ৷ সারারাত ধরে বল্লারির নতুন বাসস্ট্যান্ডের চারপাশে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালিয়েছেন । তদন্তকারীদের সন্দেহ, অভিযুক্তরা সরাসরি তুমাকুর হয়ে বল্লারি বাসস্ট্যান্ডে এসেছিল ৷ তারপরে বাল্লারি থেকে গোকর্ণ হয়ে বাসে মন্ত্রালয় (রায়চুর) থেকে ভাটকাল (উত্তর কন্নড়) গিয়েছিল । বল্লারি ও তুমাকুর পুলিশ উভয়েই এনআইএ-কে সাহায্য করেছে ।
গত 1 মার্চ বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণে ন’জন আহত হয়েছিল ৷ এই বিস্ফোরণের তদন্ত করছে এনআইএ ৷ সিসিটিভি ক্যামেরায় টুপি, চশমা ও মাস্ক পরা একজন ব্যক্তিকে ক্যাফেতে বেলা সাড়ে 11টা নাগাদ প্রবেশ করতে দেখা যায় ৷ তার সঙ্গেই একটি ব্যাগ ছিল ৷ ওই ব্য়াগেই আইইডি ছিল বলে সন্দেহ ৷ পুরো বিষয়টি জানতে অভিযুক্তকে খুঁজছে এনআইএ ৷ বুধবার অভিযুক্তের সন্ধানে 10 লক্ষ টাকা পুরস্কার মূল্যও ঘোষণা করে জাতীয় তদন্তকারী সংস্থা ৷ এনআইএ ছাড়াও কর্ণাটক পুলিশও এই নিয়ে তদন্ত করছে ৷
আরও পড়ুন:
- রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণের তদন্ত শুরু করল এনআইএ
- প্রয়োজন পড়লে এনআইএ-কে তদন্তভার, রামেশ্বরম ক্যাফে-বিস্ফোরণে মত মুখ্যমন্ত্রীর
- ক্যাফেতে বিস্ফোরণ, সন্দেহভাজনকে ধরিয়ে দিতে পারলেই 10 লাখ; বড় ঘোষণা এনআইএ’র