পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্রতিবেশীরা কালাজাদু করছে! সন্দেহের বশে মা-ছেলেকে খুনের অভিযোগ মেহবুবাবাদে - black magic

Murder on Suspicion of Black Magic: এক প্রতিবেশী নানা ঘটনায় তার পরিবারের দুই সদস্যকে হারিয়েছে ৷ জীবিত সদস্যরাও অসুস্থ ৷ এই পরিস্থিতিতে সব রাগ গিয়ে পড়ে প্রতিবেশীদের উপর ৷ সন্দেহ হয় তারা কালাজাদু করছে বলেই এই দুর্দশা ৷

ETV Bharat
কালাজাদু করার সন্দেহে খুন প্রৌঢ়া মা ও তাঁর ছেলে

By ETV Bharat Bangla Team

Published : Feb 14, 2024, 2:47 PM IST

মেহবুবাবাদ, 14 ফেব্রুয়ারি:পরিবারের সদস্যদের কারও কারও মৃত্যু হয়েছে ৷ যাঁরা বেঁচে আছেন তাঁরাও কোনও না কোনও ভাবে অসুস্থ ৷ এরপরই প্রতিবেশীদের উপর সন্দেহ হয় ৷ তারা হয়তো কালাজাদু করছে ৷ সেই সন্দেহের বশেই দু'জনকে খুন করার অভিযোগ উঠল এক প্রতিবেশীর বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার মেহবুবাবাদ জেলায় ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেহবুবাবাদের বোল্লেপল্লি এলাকায় থাকেন শিবরাত্রি কুমারাস্বামী ৷ তাঁর বাবার মৃত্যু হয়েছে ৷ তাঁর ছেলে মৃগীরোগী ৷ স্ত্রী মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন ৷ ভাইয়ের স্ত্রীও হঠাৎ বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ৷ পরিবারে এতগুলি ধাক্কায় কুমারাস্বামীর সন্দেহ গিয়ে পড়ে প্রতিবেশী কোমারাইয়া পরিবারের উপর ৷ তারা হয়তো কুমারাস্বামীর বাড়ির কাছে কালাজাদুর কাজকর্ম করছে ৷ আর এই কালাজাদুর জন্যই তাঁর পরিবারের একের পর এক সদস্যের মৃত্যু হয়েছে ৷ আর বাকিরাও কোনও না কোনওভাবে অসুস্থ ৷

কুমারাস্বামী সন্দেহের বশেই কুমারাইয়ার স্ত্রী সাম্মাক্কা (60) এবং তাঁর ছেলে সাম্যায়ার (40) উপর মাঝেমধ্যেই চড়াও হত ৷ পাঁচ দিন আগে সাম্যায়া গ্রামের রাস্তায় অটো চালাচ্ছিল ৷ সেই সময় হঠাৎ অটোর সামনে চলে আসে কুমারাস্বামী ৷ তার সঙ্গে অটোর ধাক্কা লাগে ৷ এরপর সাম্যায়া গুডুরু থানায় কুমারাস্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ৷ তিনি জানান, কুমারাস্বামী তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছে ৷

এরপর মঙ্গলবার কোমারাইয়া, তাঁর স্ত্রী সাম্মাক্কা এবং ছেলে সাম্যায়া, তাঁর স্ত্রী রজিথাকে নিয়ে থানায় যান ৷ পুলিশ জানায়, তারা কুমারাস্বামীকে তলব করবে এবং তাদের সঙ্গে কথা বলবে ৷ কিন্তু কুমারাস্বামী থানায় আসেনি ৷ এদিকে অপেক্ষা করে করে থানা থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় কোমারাইয়া পরিবার ৷

অন্যদিকে গুডুরেই কোমারাইয়াদের জন্য অপেক্ষা করছিল কুমারাস্বামী ৷ সে তাদের অটো দেখতে পেয়ে সেটি থামায় ৷ এরপর সাম্যায়াকে ধরে বেধড়ক মারধর করে বলে অভিযোগ ৷ তখন কুমারাস্বামীকে আটকাতে যান কোমারাইয়া ৷ সেই সময় কুমারাস্বামী ছেলেকে ছেড়ে দিয়ে কোমাইয়ার উপর আক্রমণ করে ৷ মারামারিতে তাঁর হাত ভেঙে যায় এবং প্রৌঢ় কোমারাইয়া জ্ঞান হারিয়ে ফেলেন ৷ এরপর কুমারাস্বামী একটি লোহার রড দিয়ে সাম্মাক্কা ও সাম্যায়াকে মারধর করে ৷ তাঁরা দু'জনেই ঘটনাস্থলে প্রাণ হারান ৷ রজিথা অটোর পিছন দিকে লুকিয়ে ছিল ৷ স্থানীয়রা কুমারাস্বামীকে ধরে ফেলে এবং একটি ল্যাম্পপোস্টের সঙ্গে দড়ি দিয়ে তাকে বাঁধে ৷ এরপর অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷

আরও পড়ুন:

  1. প্রেমে অনড় কিশোরী, রাগে গলায় মাফলার পেঁচিয়ে খুন করল বাবা !
  2. প্রেমিককে নিয়ে প্ল্যান করে স্বামীকে খুন! রাস্তায় দেহ রেখে বিক্ষোভ এলাকাবাসীর
  3. চাকরির লোভে বাবাকে খুন, ধৃতকে সঙ্গে নিয়ে ঘটনার পুননির্মাণ পুলিশের

ABOUT THE AUTHOR

...view details