পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

নন্দু পাসওয়ানের নির্দেশে নওয়াদায় জ্বলেছে শতাধিক বাড়ি ! কে তিনি ? - Nawada Fire Incident - NAWADA FIRE INCIDENT

Dalit families Houses Set On Fire: জমি বিবাদকে কেন্দ্র করে জ্বলেছে বিহার ৷ ভিটেমাটি হারিয়েছেন কয়েকশো মানুষ ৷ গোটা দলিত কলোনীর বস্তি পুড়ে ছাই হয়ে গিয়েছে ৷ কিন্তু, এই জঘন্য কর্মকাণ্ডের যিনি মাস্টারমাইন্ড হল নন্দু পাসওয়ান ৷ সে ইতিমধ্যেই পুলিশের হেফাজতে ৷ কিন্তু কে এই নন্দু ? কেন বাড়িগুলিতে আগুন ধরিয়ে দেওয়া হল ?

Dalit families Houses Set On Fire
কে নন্দু পাসওয়ান (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Sep 19, 2024, 9:19 PM IST

নওয়াদা, 19 সেপ্টেম্বর: শতাধিক বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে ৷ বহু দলিত ঘরছাড়া হয়েছেন ৷ কান্না-বিষাদে এলাকা শোকস্তব্ধ ৷ কোথায় থাকবেন, কী খাবেন কেউ জানে না এর উত্তর ৷ যদিও প্রশাসনের তরফে তাঁদের কিছু খাবার ও সাময়িক থাকা (তাঁবু)-র ব্যবস্থা করা হয়েছে ৷ আগুন লাগানোর অভিযোগে মূল অভিযুক্ত নন্দু পাসওয়ান-সহ মোট 15 জনকে গ্রেফতার করেছে পুলিশ। নন্দু পাসওয়ানের অঙ্গুলি হেলনের 'প্রতিশোধের' আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে দলিত সম্প্রদায়ের বাড়িগুলি ৷

কে এই নন্দু পাসওয়ান? নন্দু পাসওয়ান একজন অবসরপ্রাপ্ত পুলিশকর্মী ৷ তিনি বিহারের প্রাণপুরের বাসিন্দা। তিনি এলাকার জমি মাফিয়া বলেই পরিচিত, এমনটাই অভিযোগ ৷ 2014 সালে বিহার পুলিশ থেকে অবসর নেন। তাঁর ছেলে নাগেশ্বর পাসওয়ান কৃষ্ণ নগরের পুরো এলাকার 16 নম্বর ওয়ার্ডের সদস্য ও তাঁর পুত্রবধূ একজন অঙ্গনওয়াড়ি কর্মী ৷

নওয়াদায় আগুন কেন লাগল?নন্দু পাসওয়ানের পুত্রবধূ জানিয়েছেন, যে তাঁর শ্বশুরের ওই এলাকায় 4 ডেসিমেল চাষের জমি রয়েছে। যা নিয়ে 1995 সাল থেকে বিরোধ হয়ে চলেছে। এলাকার কয়েকজন জানান, দুষ্কৃতীরা গ্রামে ঢুকে প্রথমে কয়েক রাউন্ড গুলি করে আতঙ্কের পরিবেশ ছড়ায় ও পরে বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। যদিও এই ঘটনায় এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

কী ব্যবস্থা নেওয়া হয়েছে?অগ্নিসংযোগের খবর পাওয়া মাত্রই তৎপর হয়ে ওঠে পুলিশ। রাতেই ঘটনাস্থলে পৌঁছে যান এসডিওপি, এসপি অভিনব ধীমান ও প্রশাসন। গতকাল রাতেই গ্রেফতার করা হয় 10 অভিযুক্তকে। পরে আরও 15 জন গ্রেফতার হয়েছে। রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। প্রধান অভিযুক্ত নন্দু পাসওয়ান, তাঁর ছেলে নাগেশ্বর পাসওয়ানও ধরা পড়েন। ধৃতদের কাছ থেকে 3টি দেশীয় পিস্তল-বেশকিছু কার্তুজ উদ্ধার হয়েছে ৷ 6টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে ৷ এই ঘটনায় আরও যারা জড়িত তাদের গ্রেফতারের জন্য SIT এবং অন্যান্য তদন্তকারী দলকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ধৃতদের জিজ্ঞাসাবাদ- ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ নন্দু পাসওয়ান-সহ অনেকের নাম উল্লেখ করে একটি তালিকা দিয়েছে। আরও অভিযুক্তদের গ্রেফতার অভিযান চলছে। এলাকায় পুলিশ ক্যাম্প করছে। প্রশাসনিক দল ক্ষয়ক্ষতি নিরূপণ করছে।

ডিজিপির সঙ্গে বৈঠক করছেন মুখ্যমন্ত্রী- এই অগ্নিকাণ্ডের জেরে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বৃহস্পতিবার বিহার পুলিশের এডিডি (আইনশৃঙ্খলা)-কে ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত তদন্ত এবং দোষীদের গ্রেফতারির নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী নওয়াদা অগ্নিকাণ্ডের প্রতিমুহূর্তের আপডেট নেন। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ ক্যাম্প করে সেখানে শান্তি বজায় রয়েছে।

ABOUT THE AUTHOR

...view details