পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দেশজুড়ে নিট পরীক্ষা, কেন্দ্রে প্রবেশের সময় কী কী মাথায় রাখতে হবে? - NEET UG Exam 2024 - NEET UG EXAM 2024

NEET UG Exam Day Guidelines: মেডিক্যালের স্নাতক স্তরের প্রবেশিকা পরীক্ষা রবিবার ৷ ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ'র তরফে এই পরীক্ষা নেওয়া হবে আগামিকাল ৷ দু'দিন আগেই নিট ইউজি 2024-এর অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়ে গিয়েছে ৷ পরীক্ষার্থীরা হলে ঢোকার আগে কোন কোন বিষয়গুলি মাথায় রাখবেন তা জানুন আমাদের প্রতিবেদনে ৷

NEET UG Exam Day Guidelines
দেশজুড়ে নিট পরীক্ষা রবিবার (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : May 4, 2024, 2:27 PM IST

কোটা, 4 মে:ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট বা নিট ইউজি 2024-এর পরীক্ষার অ্যাডমিট কার্ড দু'দিন আগেই প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। আর আগামিকাল অর্থাৎ রবিবার 2024 NEET UG পরীক্ষা ৷ আগামিকাল অর্থাৎ 5 মে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) দ্বারা পরিচালিত হতে চলেছে। 24 লাখের বেশি পরীক্ষার্থী এবারে এই পরীক্ষা দিতে চলেছেন ৷ এবছর NTA দেশ ও বিদেশের 569টি শহরে NEET পরীক্ষা হবে ৷ পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে কী কী মাথায় রাখতে হবে তা জেনে নিন বিস্তারিত ৷

neet.ntaonline.in ওয়েবসাইটে গেলেই সহজে এই পরীক্ষার (NEET UG 2024) অ্যাডমিট দেখতে পাওয়া যাবে এবং যা ডাউনলোডও করা যাবে। আগামিকাল দুপুর 2টো থেকে সাড়ে 5টা পর্যন্ত আয়োজিত হবে সর্বভারতীয় স্তরের এই নিট পরীক্ষা। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) দেশের সবচেয়ে বড় মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষা ৷ এই পরীক্ষার মাধ্যমে সারাদেশে মেডিক্যাল, ডেন্টাল, আয়ুষ, ভেটেরিনারি-সহ বিভিন্ন কোর্সে 2 লাখ 10 হাজার আসনে ভরতি হবে।

প্রাইভেট কোচিং ইনস্টিটিউটের কেরিয়ার কাউন্সেলিং বিশেষজ্ঞ পারিজাত মিশ্র জানিয়েছেন, অ্যাডমিট কার্ডের পাশাপাশি প্রার্থীদের 23টি নির্দেশিকা জারি করা হয়েছে। এগুলো মেনে চললেই পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবে। এরসঙ্গে, ওই নির্দেশিকায় বলা হয়েছে, পরীক্ষার সময় ও কেন্দ্র থেকে বেরোনোর আগে ওই নির্দেশিকা মেনে চলতে হবে। পরীক্ষার সময় পড়ুয়াদের কী ধরনের পোশাক পড়তে হবে আর কী নয়, সে সম্পর্কেও অবহিত করা হয়েছে নির্দেশিকায়।

এবারের নিট ইউজি 2024 মূলত পেন-পেপার ফর্ম্যাটেই আয়োজিত হবে সারা দেশে। দেশে ও বিদেশে মোট 569টি শহরে, 5000টি কেন্দ্রে NEET পরীক্ষা হবে ৷ তামিল, মালয়ালম, উর্দু, বাংলা, ওড়িয়া, কন্নড়, পঞ্জাবি, হিন্দি, অসমীয়া এবং মারাঠি ও তেলুগু ভাষায় আয়োজিত হবে এই পরীক্ষা।

জারি করা নির্দেশিকা-

  • পরীক্ষার্থীরা সকাল 11টা থেকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন
  • দুপুর দেড়টার পর কোনও পরীক্ষার্থী আর হলে প্রবেশ করতে পারবেন না।
  • বড় বোতামযুক্ত এবং আঁটোসাঁটো পোশাক পরে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের অনুমতি নেই ৷
  • গলায় কোনও ধরনের হার থাকলে চলবে না ৷ এছাড়াও, নাকের পিন, কানের দুল, হাতে ব্রেসলেট পরে ঢোকা যাবে না ৷
  • কোনও ধাতব বস্তু সঙ্গে রাখা যাবে না ৷
  • প্রার্থীদের প্রবেশের সময় আইডি প্রুফ আনতে হবে ৷ তাতে আধার কার্ড ব্যবহার করা আবশ্যক ৷ এছাড়াও, রেশন কার্ড, ছবির সঙ্গে আধার তালিকাভুক্ত নম্বর, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি, দ্বাদশ শ্রেণির বোর্ডের প্রবেশপত্র এবং পাসপোর্ট হলে প্রবেশের জন্য নিয়ে যাওয়া যেতে পারে ৷
  • ছবি শুধুমাত্র আসল নিতে হবে। জেরক্স বা ফটোকপি কিংবা মোবাইলে যেকোনও ধরনের ফটো আইডি দেখালে কাজ হবে না। প্রার্থীদের শুধুমাত্র জলের বোতল নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে ৷
  • পরীক্ষার্থীদের মোবাইল, ইয়ারফোন, ব্লুটুথ ইত্যাদি কোনও ধরনের ইলেকট্রনিক গ্যাজেট সঙ্গে নিয়ে পারবে না।
  • পরীক্ষা শেষ হওয়ার আগে কেউ পরীক্ষা কক্ষ বা হল ত্যাগ করতে পারবেন না ৷
  • পরীক্ষার্থীদের একদিন আগে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে তারা পরীক্ষার দিন কোনো সমস্যার সম্মুখীন না হয়।
  • প্রবেশপত্রের নির্ধারিত স্থানে তাঁর স্বাক্ষর করতে হবে।
  • পরীক্ষার সময় সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে ৷
  • পরীক্ষা শেষ হওয়ার পর শিক্ষার্থীকে OMR শিটের মূল কপি উভয়ই পরীক্ষকের কাছে হস্তান্তর করতে হবে ৷
  • কোনও পরীক্ষার্থী অন্যায়ভাবে ধরা পড়লে তাঁকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হবে এবং আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।
  • এমনকী কোনওরকম কাগজ নিজের কাছে রাখা যাবে না। খাবার জিনিসও সঙ্গে রাখা যাবে না পরীক্ষা কেন্দ্রে।

আরও পড়ুন:

  1. মেডিক্যাল প্রবেশিকায় অ্যাডমিট কার্ড কীভাবে পাবেন? জানাল ন্যাশনাল টেস্টিং এজেন্সি
  2. ফের কোটায় নিট পরীক্ষার্থীর আত্মহত্যা, চার মাসে 6 পড়ুয়ার মৃত্য়ু
  3. তিনদিনে দ্বিতীয় আত্মহত্যা কোটায়, ঘর থেকে উদ্ধার নিট পরীক্ষার্থীর দেহ

ABOUT THE AUTHOR

...view details