লখনউ, 30 মার্চ: বৃহষ্পতিবার হৃদরোগে মৃত্যু হয়েছে কুখ্যাত গ্যাংস্টার তথা রাজনীতিক মুখতার আনসারির ৷ 2005 সাল থেকে উত্তরপ্রদেশ ও পঞ্জাবের একাধিক জেলে ঘুরে বেরিয়েছে সে ৷ জেলে বসে তিনবার নির্বাচনে জেতে আনসারি ৷ আর সেই জেলে বসেই বিজেপি বিধায়ক কৃষ্ণানন্দ রাইকে নৃশংসভাবে খুন করে সে ৷ এক কথায় জেলে বিলাসবহুল জীবন যাপন করত সমাজবাদী পার্টির এই নেতা ৷
1995 সালে গাজিপুর জেলে গেলেও, সেখান থেকে কিছুদিনের মধ্য়েই বেরিয়ে আসে আনসারি ৷ এরপর খুন, অপহরণ ও জমি দখলের ঘটনা ঘটলেও তাকে কেও গ্রেফতার করতে পারেনি ৷ তবে জেলে গিয়েও যে সে তার শাসন বজায় রাখতে পারবে, তা খুব ভালোভাবেই জানত ৷ আর তাই মউ-এ হিংসার ঘটনায় 2005 অক্টোবরে আত্মসমর্পণ করে মুখতার ৷ এরপর সময়ের সঙ্গে সঙ্গে জেলকে নিজের দ্বিতীয় বাড়ি বানিয়ে ফেলেছিল আনসারি ৷
মাছ খেতে খুব ভালোবাসত এই গ্যাংস্টার ৷ তাই জেলের ভেতরেই পুকুর খনন করে আনসারি ৷ তবে এখানেই শেষ নয় ৷ ব্যাডমিন্টন খেলতে পছন্দ করত সে ৷ তাই জেলের ভিতরে একটি কোর্ট তৈরি করা হয়েছিল ৷ জেলের কর্মকর্তাদের সঙ্গে ব্যাডমিন্টন খেলত মুখতার । জেলে বসেই মুখতার তার সঙ্গীদের ডেকে ঘণ্টার পর ঘণ্টা কথা বলত।