গাজিপুর, 30 মার্চ: রাজনৈতিক নেতা ও গ্যাংস্টার মুখতার আনসারির শেষকৃত্য সম্পন্ন হল শনিবার ৷ গাজিপুরের মহম্মদাবাদের কবরস্থানে এদিন আনসারির শেষকৃত্য সম্পন্ন হয় ৷ আর আনসারির শেষকৃত্যে মানুষের ঢল নামে ৷ বিপুল সংখ্যক সমর্থক এদিন ভিড় জমায় কবরস্থান এলাকায় ৷ যাদের সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে ৷ এদিন নামাজে জানাযা শেষে আনসারির দেহ কবর দেওয়া হয়।
মুখতার আনসারির পরিবার সূত্রে খবর, তার দেহ বাবা-মায়ের কবরের পাশেই দাফন করা হয়েছে। অন্ত্যেষ্টিক্রিয়ায় যাতে কোনও গোলমাল না হয়, এবং জানাজায় যোগদানকারী বিপুল সংখ্যক জনতাকে সামলাতে আগেভাগেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন হয়েছিল। প্রসঙ্গত, বান্দা জেলে বন্দি মাফিয়া মুখতার আনসারি বৃহস্পতিবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হন ৷ পরে তাকে বান্দা মেডিকেল কলেজের আইসিইউ-তে ভর্তি করা হয়। রাত সাড়ে 10টার দিকে চিকিৎসক মুখতারকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই গাজিপুর, মউ-সহ রাজ্যের একাধিক জেলায় সতর্কতা ঘোষণা করা হয় ৷ রাজ্য পুলিশের ডিজি (জেল) এসএন সাবতের মতে, মাফিয়া মুখতার আনসারি রোজা রাখতেন ৷ সেদিন রোজা রাখার পর তার শারীরিক অবস্থার অবনতি হয়।
এদিকে, শুক্রবার মুখতারের দেহের ময়নাতদন্ত হয় বান্দা মেডিকেল কলেজে। এরপর বিকেল পাঁচটার দিকে শবদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি গাজিপুরের উদ্দেশে রওনা হয়। রাত দেড়টার দিকে অ্যাম্বুলেন্সে দেহ নিয়ে গাজিপুরে মুখতারের বাড়িতে পৌঁছয়। এসময়ও মুখতার আনসারির বাসভবনের সামনে বিপুল সংখ্যক মানুষ হাজির ছিলেন। উপস্থিত ছিলেন মুখতার আনসারির বড় ভাই সিবগাতুল্লাহ ও আফজাল আনসারি। এরপর এদিন সকাল সাড়ে 10টার দিকে মুখতারের জানাযা বাড়ি থেকে বের হয়। বেলা 11টার দিকে মুখতারের দেহ কবরস্থানে নিয়ে যাওয়া হয়। সেখানেই নামাজ এবং ধর্মীয় আচার পালনের পর মুখতার আনসারির দেহ কবর দেওয়া হয়।