পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ওড়িশায় বিজেপি'র মুখ্যমন্ত্রী মোহন মাঝি, শপথ বুধবার - Odisha first BJP CM

Odisha's first BJP CM to take oath on wednesday: প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হচ্ছেন মোহন মাঝি ৷ বুধবার মুখ্যমন্ত্রী এবং দুই উপমুখ্যমন্ত্রী শপথ নেবেন ৷

By ETV Bharat Bangla Team

Published : Jun 11, 2024, 6:47 PM IST

Updated : Jun 11, 2024, 7:40 PM IST

Odisha's first BJP CM
ওড়িশার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী মোহন মাঝি (নিজস্ব চিত্র)

ভূবনেশ্বর, 11 জুন:অনগ্রসর বা পিছিয়ে পড়া শ্রেণি থেকেই নতুন মুখ্যমন্ত্রী পাচ্ছে ওড়িশা ৷ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন মোহন চরণ মাঝি ৷ ওড়িশা বিজেপির পরিষদীয় দলের তরফে মোহন মাঝিকে বিধানসভার দলনেতা বেছে নেওয়া হয় মঙ্গলবার ৷ এরপরই তাঁর নাম মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করেন রাজ্যে দলের পর্যবেক্ষক তথা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ সেই সঙ্গে দুই উপমুখ্যমন্ত্রীর নামও ঘোষণা করেন রাজনাথ ৷ বুধবার শপথ নেবেন মুখ্যমন্ত্রী-সহ মন্ত্রিসভার বাকি সদস্যরা ৷

এদিন রাজ্য বিজেপির পরিষদীয় দলের বৈঠকের পর রাজনাথ সিং বলেন, "ওড়িশার মুখ্যমন্ত্রী হিসেবে মোহন মাঝির নাম প্রস্তাব করেন কেভি সিং দেও ৷ এরপরই মোহন মাঝির নাম আমি বিজেপি নেতৃত্বের সর্বসম্মতিতে মুখ্যমন্ত্রী পদের জন্য প্রস্তাব করছি ৷ ওঁর সঙ্গে কথা বলার পরই দুই উপমুখ্যমন্ত্রী হিসাবে কনক বর্ধন সিং দেও এবং প্রভাতী পারিদাকে নির্বাচিত করা হয়েছে ৷"

এদিন দলের নবনির্বাচিত বিধায়কদের বৈঠকের পর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেন। লোকসভা ভোটের সঙ্গেই একযোগে ওড়িশায় বিধানসভা নির্বাচনও অনুষ্ঠিত হয়েছিল ৷ লোকসভা ও বিধানসভা দুই ক্ষেত্রেই গেরুয়া শিবির অভাবনীয় ফল করে রাজ্যে ৷ ওড়িশা বিধানসভায় 147টি আসনের মধ্যে 78টি আসন পেয়েছে বিজেপি। রাজ্যে একক সংখ্যাগড়িষ্ঠতা মেলায় ওড়িশায় বিজেপি তাদের প্রথম সরকার গঠন করতে চলেছে ৷ রাজনাথ সিং এবং কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব বিধায়কদের বৈঠকের জন্য দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসাবে নিযুক্ত হয়েছেন ৷

উপমুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পর কনক বর্ধন সিং দেও বলেন, "আমরা রাজ্যপালের সঙ্গে দেখা করতে চলেছি ৷ সরকার গঠনের দাবি জানাব। আমরা জনগণনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছি যে ওড়িশার সাড়ে চার কোটি মানুষ এখানে বিজেপিকে ক্ষমতায় এনেছে। তারা প্রধানমন্ত্রী মোদির কথায় আস্থা রেখে আমাদের ক্ষমতায় বসিয়েছেন ৷ প্রধানমন্ত্রী মোদি ওড়িশাকে এক নম্বর রাজ্য করার কথা বলেছেন এবং আমরা সেদিকে লক্ষ্য রেখেই চলব ৷" পরিষদীয় দলের বৈঠকের পর রাজভবনে গিয়ে ওড়িশার রাজ্যপাল রঘুবর দাসের সঙ্গে দেখা করেন বিজেপির বিধায়করা ৷ সেখানেই সরকার গঠনের দাবি জানিয়েছে বিজেপি ৷ মোহন মাঝিকে অভিনন্দন জানিয়েছেন রাজ্যপাল ৷

Last Updated : Jun 11, 2024, 7:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details