পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ধর্ষণের পর খুন! গাছ থেকে উদ্ধার দুই নাবালিকার ঝুলন্ত দেহ - নাবালিকার ঝুলন্ত দেহ

Murder in Kanpur After Rape: গাছ দুই নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার ৷ ঘটনায় ইট ভাটা মালিক-সহ তিনজনকে আটক করেছে পুলিশ । দুই নাবালিকার বাবার অভিযোগের ভিত্তিতেই তাদের গ্রেফতার করা হয়েছে ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Feb 29, 2024, 2:18 PM IST

কানপুর, 29 ফেব্রুয়ারি:গাছ থেকে উদ্ধার দুই নাবালিকার ঝুলন্ত দেহ ৷ উত্তর প্রদেশের কানপুরের ঘাটামপুর এলাকার ঘটনায় চাঞ্চল্য ৷ বুধবার স্থানীয় একটি মাঠের গাছ থেকে ঝুলন্ত অবস্থায় দুই নাবালিকার দেহ উদ্ধার হয়েছে ৷ দুই নাবালিকার বাবা স্থানীয় একটি ইট ভাটার শ্রমিক ৷ ঘটনায় ইটভাঁটার মালিক-সহ 3 জনকে আটক করেছে পুলিশ ৷ প্রাথমিকভাবে অনুমান তাদেরকে ধর্ষণের পর খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে ৷ নাবালিকার দেহ দু’টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । তদন্ত রিপোর্ট এলেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।

ঘটনা প্রসঙ্গেই দুই নাবালিকার বাবা জানান, দীর্ঘদিন ধরেই মেয়েদের প্রতি খারাপ নজর ছিল ইটভাটার মালিকের ৷ মাঝে মধ্যেই তাদের মেয়েরদের বিরক্ত করত ৷ তাই ইটভাটার মালিকই হয়তো এই কাণ্ড ঘটিয়েছেন বলে অনুমান তাঁদের ৷ ওই দুই শ্রমিকের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ইটভাটার মালিককে আটক করেছে পুলিশ ৷ তদেরকে জিজ্ঞাসাবাদ চলছে ৷ ইটভাটার পাশের মাঠের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে ওই দুই নাবালিকার ঝুলন্ত দেহ ৷

ডিসিপি (দক্ষিণ) রবীন্দ্র কুমারের নেতৃত্বে ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ তদন্তের স্বার্থে পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলেও গিয়েছেন তিনি ৷ এই প্রসঙ্গেই ডিসিপি রবীন্দ্র কুমার জানিয়েছেন, দুই নাবালিকা হামিরপুরের সিলোসারখের গ্রামের বাসিন্দা। তাদের দু’জনের বাবা ঘাটমপুর থানার বড়উলিতে অবস্থিত একটি ইটের ভাটার শ্রমিক ৷ বুধবার সন্ধ্যায় দুই বন্ধুর ইটভাটার পাশের মাঠে খেলছিল ৷ এরপর রাতে ওই মাঠের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে তাদের দেহ ৷ দুই নাবালিকার বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ পকসো এবং অন্যান্য ধারায় মামলা দায়ের করেছে পুলিশ ৷

আরও পড়ুন:

  1. মালদায় দু'টি পৃথক ঘটনায় নাবালিকা ও যুবতীকে ধর্ষণ করে খুন ! মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি সাংসদের
  2. নাবালিকা ধর্ষণে দোষী প্রতিবেশী প্রৌঢ়কে 20 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের
  3. মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার, ধর্ষণের পর ধারালো অস্ত্র দিয়ে খুনের অভিযোগ

ABOUT THE AUTHOR

...view details