পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জঙ্গলে নাবালকের দেহ উদ্ধার, নরবলির অভিযোগ পরিবারের - MINOR FOUND DEAD

বালাঙ্গির জঙ্গলে নাবালকের দেহ উদ্ধার করেছে পুলিশ ৷ পরিবারের অভিযোগ বলি দেওয়া হয়েছে তাকে ৷

MINOR FOUND DEAD
জঙ্গলে নাবালকের দেহ উদ্ধার (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Oct 19, 2024, 10:55 PM IST

বালাঙ্গির (ওডিশা), 19 অক্টোবর: ফের নরবলির ঘটনা সামনে এসেছে ৷ এবার ওডিশার বালাঙ্গির জেলার ঢালিয়ালটি গ্রামের এক জঙ্গল থেকে 13 বছর বয়সি এক নাবালকের দেহ উদ্ধার করেছে পুলিশ ৷ অভিযোগ, ওই নাবালককে বলি দেওয়া হয়েছে ৷ ছেলেটি গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিল ৷ শুক্রবার তার দেহ উদ্ধারের পর পরিবারের দাবি, কেউ তাদের ছেলেকে বলি দিয়েছে ৷

বৃহস্পতিবার বিকেল চারটের দিকে জলপানকেল গ্রামে ছেলেটিকে শেষ দেখা গিয়েছিল। বাবা-মা তার কোনও খোঁজ না পেয়ে গ্রামবাসী ও পরিবারের অন্যান্যদের খবর দেন। অনেক খোঁজাখুঁজির পরও কোনও ফল না পেয়ে শেষে স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার। এরপর শুক্রবার সকালে জঙ্গলে ওই নাবালকের দেহ উদ্ধার করে পুলিশ ৷

পরিবারের সদস্যরা জানিয়েছে, কেউ মৃতদেহ মাটিতে পুঁতে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু পারেনি ৷ তারা নিশ্চিত যে এটি নরবলির ঘটনা ৷ কারণ ওই দিন পূর্ণিমা ছিল ৷ এমন দিনেই সাধারণত এই ধরনের আচার-অনুষ্ঠান হয়ে থাকে বলেও দাবি পরিবারের ৷ কয়েকশো গ্রামবাসী-সহ পরিবারের সদস্যরা সারারাত শিশুটির খোঁজ করেও কোনও ফল পায়নি ৷ এক গ্রামবাসী নারায়ণ হংস বলেন, "আমরা ওর খোঁজে সারা রাত জেগেছিলাম, কিন্তু কোথাও পাওয়া যায়নি।"

ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসী ও নিহতের পরিবার দোষীদের গ্রেফতারির দাবিতে নুয়াপাদা সড়ক অবরোধ করে। পুলিশ অবশ্য ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। ফরেন্সিক দল এবং কুকুর নিয়ে ঘটনাস্থলে তল্লাশি চালানো হয়েছে ৷ পাটনাগড়ের এসডিপিও সদানন্দ পূজারি বলেন, "গ্রাম থেকে একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে ৷ তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমাদের প্রাথমিক অনুমান, এই হত্যাকাণ্ডের সঙ্গে পারিবারিক শত্রুতার যোগসূত্র থাকতে পারে ৷" তিনি এও জানিয়েছেন, পরিবার অভিযোগ দায়ের করার পরেই পুলিশ অনুসন্ধান শুরু করেছে। পাশাপাশি সম্ভাব্য সবদিক থেকে তদন্ত চলছে বলেও জানিয়েছেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details