কোল্লাম (কেরল), 24 মার্চ:মহিলাদের ঐতিহ্যবাহী পোশাক পরে পুজো করলেন পুরুষরা । এটাই সেই পুজোর রীতি ৷ কেরলের কোল্লাম জেলার কোত্তানকুলঙ্গারা শ্রীদেবী মন্দিরের বিখ্যাত 'চামায়াবিলাক্কু' উৎসবে এই অনন্য প্রথা পালন করা হয় । শনিবার থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী এই বার্ষিক উৎসব ৷ রবিবার রাতে ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠানের মধ্যে দিয়ে তার সমাপ্তি ঘটবে ।
এটি এমন একটি উৎসব যেখানে পুরুষরা তাঁদের গোঁফদাড়ি কামিয়ে, মহিলাদের পোশাক পরে, গয়না ও মেক-আপে সজ্জিত হয়ে প্রদীপ নিয়ে শোভাযাত্রা বের করেন । মনোস্কামনা পূরণের জন্য দেবীকে চড়ানো পবিত্র নৈবেদ্যর এটি একটি অংশ । তাঁদের বিশ্বাস, একদল পুরুষ, যাঁরা গরু পালন করতেন, তাঁরা মেয়েদের সাজে পাথরে ফুল নিবেদন করতেন, এই বিশ্বাসই এরপর রীতি হয়ে ওঠে । মন্দিরের প্রথম পুজো এমনই একদল পুরুষ করেছিলেন এবং তার পর থেকে অনুষ্ঠানটি বার্ষিক উৎসবে পরিণত হয় । আজকাল সমস্ত বয়সের পুরুষ প্রতি বছর দেবীকে খুশি করার জন্য হাতে প্রদীপ নিয়ে মহিলার বেশে মন্দিরে ভিড় করেন ।