পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মন্দিরের রীতি, গোঁফদাড়ি কামিয়ে ঐতিহ্যবাহী মহিলা বেশে পুজো দিলেন পুরুষরা - Men dress up like women - MEN DRESS UP LIKE WOMEN

গোঁফদাড়ি কামিয়ে ঐতিহ্যবাহী মহিলা বেশে হাতে প্রদীপ নিয়ে পুজো দিলেন পুরুষরা ৷ এটাই রীতি কেরলের কোত্তানকুলঙ্গারা শ্রীদেবী মন্দিরের ৷ শুরু হয়েছে এই মন্দিরের বিখ্যাত 'চামায়াবিলাক্কু' উৎসব ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Mar 24, 2024, 6:46 PM IST

কোল্লাম (কেরল), 24 মার্চ:মহিলাদের ঐতিহ্যবাহী পোশাক পরে পুজো করলেন পুরুষরা । এটাই সেই পুজোর রীতি ৷ কেরলের কোল্লাম জেলার কোত্তানকুলঙ্গারা শ্রীদেবী মন্দিরের বিখ্যাত 'চামায়াবিলাক্কু' উৎসবে এই অনন্য প্রথা পালন করা হয় । শনিবার থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী এই বার্ষিক উৎসব ৷ রবিবার রাতে ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠানের মধ্যে দিয়ে তার সমাপ্তি ঘটবে ।

এটি এমন একটি উৎসব যেখানে পুরুষরা তাঁদের গোঁফদাড়ি কামিয়ে, মহিলাদের পোশাক পরে, গয়না ও মেক-আপে সজ্জিত হয়ে প্রদীপ নিয়ে শোভাযাত্রা বের করেন । মনোস্কামনা পূরণের জন্য দেবীকে চড়ানো পবিত্র নৈবেদ্যর এটি একটি অংশ । তাঁদের বিশ্বাস, একদল পুরুষ, যাঁরা গরু পালন করতেন, তাঁরা মেয়েদের সাজে পাথরে ফুল নিবেদন করতেন, এই বিশ্বাসই এরপর রীতি হয়ে ওঠে । মন্দিরের প্রথম পুজো এমনই একদল পুরুষ করেছিলেন এবং তার পর থেকে অনুষ্ঠানটি বার্ষিক উৎসবে পরিণত হয় । আজকাল সমস্ত বয়সের পুরুষ প্রতি বছর দেবীকে খুশি করার জন্য হাতে প্রদীপ নিয়ে মহিলার বেশে মন্দিরে ভিড় করেন ।

কোত্তানকুলঙ্গারা দেবী মন্দির এবং চামায়াবিলাক্কু উৎসব নিয়ে আরও একটি বিশ্বাস রয়েছে মানুষের মনে ৷ মনে করা হয়, একসময় একদল ছেলে পাথরের চারপাশে খেলা করত । একদিন শিশুরা একটি পাথরে একটি নারকেল ভাঙার চেষ্টা করে । তখন পাথর থেকে হঠাৎ রক্তপাত শুরু হয় । শিশুরা বাড়িতে গিয়ে তাদের পরিবারকে ঘটনাটি জানায় । এরপর শিশুদের পরিবার আশপাশ থেকে পুরোহিতদের ডেকে পাঠায় । স্থানটি পরিদর্শন করার পরে স্থানীয় পুরোহিতরা বলেছিলেন যে, পাথরটিতে 'বনদুর্গা' দেবীর ঐশ্বরিক শক্তি রয়েছে । তাঁরা সেখানে মন্দির নির্মাণের পরামর্শ দেন । উৎসবটি মালয়ালম মাসের 'মীনাম'-এর দশম ও একাদশ তারিখে পালিত হয় ।

আরও পড়ুন:

  1. অতীতের বিতর্ক উড়িয়ে শিবমন্দিরে পুজো দিয়ে যাদবপুরের প্রচারে তৃণমূলের সায়নী ঘোষ
  2. কোলে মেয়ে মালতি, প্রথমবার রামলালার দর্শনে প্রিয়াঙ্কা-নিক
  3. শিবরাত্রিতে কাশীর বিশ্বনাথ মন্দিরে পুজো মোদির, করলেন রোড শো

ABOUT THE AUTHOR

...view details