দুঙ্গারপুর (রাজস্থান), 26 জুন: মেডিক্যাল কলেজে ব়্যাগিংয়ের অভিযোগ ৷ রাজস্থানের দুঙ্গারপুর মেডিক্যাল কলেজে ঘটনাটি ঘটেছে ৷ সেখানে এমবিবিএস-এর প্রথম বর্ষের এক ছাত্রের সঙ্গে র্যাগিং করা হয়েছে বলে অভিযোগ ৷ এর জেরে ওই পড়ুয়ার কিডনি ও লিভার ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ তাঁর ডায়ালিসিসও করতে হয় বলে জানা গিয়েছে ।
ওই মেডিক্যাল কলেজের অ্যান্টি র্যাগিং কমিটি বিষয়টি খতিয়ে দেখেছে ৷ ওই কমিটির তদন্তেও র্যাগিংয়ের অভিযোগের সত্যতা মিলেছে ৷ সেই কারণে কলেজ থেকে সাসপেন্ড করা হয়েছে দ্বিতীয় বর্ষের সাতজন শিক্ষার্থীকে । একই সঙ্গে স্থানীয় সদর থানায় ওই সাত শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের করেছেন ওই মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ।
তিনশোরও বেশি ওঠ-বোস করানো হয়: পুলিশ জানিয়েছে যে দুঙ্গারপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ এস বালা মারগুনাভেলু অভিযোগ দায়ের করেছেন । সেই অভিযোগ অনুযায়ী, র্যাগিংয়ের ঘটনাটি দেড় মাস আগে 15 মে ঘটেছে ৷ সেদিন প্রথম বর্ষের ওই ছাত্রকে দ্বিতীয় বর্ষের এক ছাত্র কলেজের কাছে একটি পাহাড়ে ডেকে নিয়ে যান ৷ সেখানে তাঁকে তিনশোরও বেশি ওঠ-বোস করতে বাধ্য করা হয় ।