হাথরস (উত্তরপ্রদেশ), 2 জুলাই: সৎসঙ্গের অনুষ্ঠানে পদপিষ্ট হওয়ার ঘটনায় চাঞ্চল্য উত্তরপ্রদেশের হাথরসে ৷ মঙ্গলবার হাথরস জেলার ফুলরাই গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু হল অন্তত 116 জনের ৷ আহত হয়েছেন আরও অনেকে ৷ মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের ৷
হাথরসে ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্টের ঘটনা (ইটিভি ভারত) জানা গিয়েছে, রতিভানপুরের ফুলরাই গ্রামে ভোলে বাবার সৎসঙ্গ চলছিল । সৎসঙ্গ শেষ হওয়ার পর সকলে একসঙ্গে বের হওয়ার সময় পদদলিত হওয়ার ঘটনা ঘটে । দুর্ঘটনার মুহূর্তে সময় মহিলা ও শিশুরা মারাত্মকভাবে পিষ্ট হয় । যার জেরে হৈ চৈ পড়ে যায় । পদপিষ্টের ঘটনায় হয়ে বহু ভক্তের নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে । দুর্ঘটনার পর সিএসসি সিকান্দরাতে মৃতদেহ এসেই যাচ্ছে । এদিকে আহতদেরও ইটা মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে ।
জগন্নাথ মন্দিরে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি, আহত কমপক্ষে 20 জন পুণ্যার্থী
এই ঘটনায় ইটা-র সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ রাজেশ কুমার সিং জানান, ফুলরাই গ্রামে একটি সৎসঙ্গের অনুষ্ঠানে ঘটনাটি ঘটেছে । ইটা হাসপাতালে 27টি মৃতদেহ এসেছে এখনও পর্যন্ত । তার মধ্যে 23 জন মহিলা, 3 শিশু ও একজন পুরুষ রয়েছেন ৷ অনুষ্ঠানে বিপুল সংখ্যক লোক সমাগম হয়েছিল । ভিড়ের জেরেই এই পদপিষ্ট হওয়ার ঘটনা ৷
এই ঘটনায় সোশাল মিডিয়ার মাধ্যমে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পদদলিত হয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন । তিনি আধিকারিকদের দুর্ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ৷ মুখ্যমন্ত্রীর নির্দেশে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে । দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে এডিজি আগ্রা ও কমিশনার আলিগড়ের একটি দল গঠন করা হয়েছে ।
ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সোশাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন, "উত্তরপ্রদেশের হাথরস জেলায় দুর্ঘটনায় মহিলা ও শিশু সহ বহু ভক্তের মৃত্যুর খবর হৃদয় বিদারক । যারা তাদের পরিবারের সদস্যদের হারিয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি ।"
পদপিষ্ট হওয়ার ঘটনায় সোশাল মিডিয়ায় দুঃখপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি লিখেছেন, "এইমাত্র জানতে পেরেছি যে পদদলিত হওয়ার একটি দুঃখজনক ঘটনায়, কমপক্ষে 27 জন ভক্ত (23 জন মহিলা এবং 3 শিশু সহ) ইউপির হাথরসে মারা গিয়েছে । শোকাহত স্বজনদের প্রতি আমার আন্তরিক সমবেদনা ৷" পরে সেই সংখ্যা ক্রমশ বাড়তে থাকে ৷