পটনা/বেঙ্গালুরু/মুম্বই, 23 জানুয়ারি: গর্ভবতী মায়েরা চেয়েছিলেন রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন তাঁদের সন্তানের জন্ম হোক ৷ সেই মতো চিকিৎসকদের কাছে 'আবদার' করেছিলেন তাঁরা ৷ সেই পরিকল্পনা মতোই 22 জানুয়ারি সারা দেশের বিভিন্ন হাসপাতালে শত শত শিশুর জন্ম হল ৷
পটনার হাসপাতালগুলিতে সোমবার 500টিরও বেশি শিশুর জন্ম হয়েছে ৷ এতে স্বাভাবিকভাবেই আনন্দিত সেই সব নবজাতকদের পরিবার ৷ ভক্তরা নবজাতকদের 'রাম', 'লক্ষ্মণ', 'সীতা' এবং রাম সম্পর্কিত নাম দিচ্ছেন ৷ উত্তরপ্রদেশের ফিরোজাবাদে একটি মুসলিম পরিবারে জন্ম নেওয়া পুত্রসন্তানের নাম রাখা হয়েছে রাম রহিম । শিশুটির বাবা-মাই এই নামটি রেখেছেন ৷
কর্ণাটকের বিজয়পুরার জেএসএস সুপার স্পেশালিটি হাসপাতালে এদিন 20র বেশি শিশুর জন্ম হয়েছে । মধ্যপ্রদেশের কয়েকটি জেলায় অন্তত 50টি সন্তান প্রসব করার খবর এসেছে ৷
পটনার কাঁকরবাগে অবস্থিত ডাঃ সারিকা রাইয়ের ক্লিনিকে সোমবার প্রায় 34টি শিশুর জন্ম হয়েছে । এর মধ্যে 19 জন ছেলে ও 15 জন মেয়ে । মুসলিম প্রসূতি জরিনার কথায়, "এটা কাকতালীয় যে এই দিনে আমার ছেলে হয়েছে । বিয়ের পর 5 বছর ধরে আমি সন্তানের জন্য অপেক্ষা করছিলাম ৷ সন্তান জন্মানোর কথা ছিল ফেব্রুয়ারি মাসে । কিন্তু হঠাৎ করেই প্রচণ্ড যন্ত্রণা নিয়ে হাসপাতালে পৌঁছতেই স্বাভাবিক প্রসব হয় । জন্ম হয় পুত্রসন্তানের ৷ আমরা খুব আনন্দিত ৷"