সালেম (তামিলনাড়ু), 3 অগস্ট: স্বপ্নে দেখা দিয়েছে ভিনগ্রহী দেবতা ৷ তাঁর সঙ্গে কথা বলেছেন এক ব্যক্তি ৷ এলিয়েন দেবতা নাকি পৃথিবীর মানুষকে সবরকম দুর্যোগ থেকে রক্ষা করতে পারে, এমন দাবি করেছেন ওই ব্যক্তি ৷ তাই ভিনগ্রহী দেবতার মন্দির তৈরি করেছেন লোগানাথন ৷ তাঁর বাড়ি তামিলনাড়ুর সালেমের মাল্লামুপামবাট্টিতে ৷
কথায় আছে, হিন্দুদের 33 কোটি দেবদেবী ৷ সেই দেবদেবীদের থেকেও কিনা শেষে ভিনগ্রহী বা এলিয়েনদের মনে ধরল লোগানাথনের ৷ মন্দিরটি এক একর জমির তিন চতুর্থাংশ নিয়ে তৈরি ৷ এলিয়েন দেবতার কাছে পৌঁছতে হলে দর্শনার্থীকে মাটির 11 ফুট নীচে যেতে হবে, কারণ সেখানেই রয়েছে লোগানাথনের তৈরি মন্দির ৷
এলিয়নদের ভগবান রূপে পুজো করা হবে এখানে (নিজস্ব ছবি) লোগানাথন বলেন, "আমি এলিয়েনদের সঙ্গে কথা বলেছি এবং মন্দির নির্মাণের অনুমতি পেয়েছি ৷ এরপরেই মন্দিরটি তৈরি করেছি ৷" তাঁর নির্মিত এই মন্দির নিয়ে এখন দেশ-বিদেশে আলোচনা হচ্ছে । মন্দিরটি দেখতে রোজ ভিড় জমাচ্ছেন শ'য়ে শ'য়ে মানুষ ৷
লোগানাথন ইটিভি ভারতের কাছে দাবি করেছেন, এটিই বিশ্বে ভিনগ্রহীদের জন্য নির্মিত প্রথম মন্দির । ফোনে কথা বলার সময় তিনি বলেন, "দিনে দিনে বিশ্বে প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাচ্ছে ৷ এলিয়েনদের প্রাকৃতিক দুর্যোগ থামানোর ক্ষমতা রয়েছে ।" তাঁর বিশ্বাস অনুসারে, এলিয়েনরা সিনেমার মতো দেখতে হবে না ৷ তাদের শিং থাকবে না ৷ কীভাবে এলিয়েনদের উপাসনা করতে হবে, সে সম্পর্কে লোগানাথন একটি পৃথক নির্দেশিকা দিয়েছেন ।
মাটির 11 ফুট নীচে এই মন্দির (নিজস্ব ছবি) তাঁর মতে, আপনি যদি আপনার শরীরের চারপাশে একটি কলাপাতা জড়িয়ে রাখেন তবে এলিয়েনদের বিকিরণ থেকে বাঁচতে পারবেন । তবে কেবল এলিয়েন নয়, তাঁর মন্দিরে ঠাঁই হয়েছে দেবদেবীরও ৷ মাটির 11 ফুট নীচে এই মন্দিরের একটি কক্ষে এলিয়েনদের পাশাপাশি শিব, পার্বতী, মুরুগান, কালী এবং অন্যান্য দেবদেবীর মূর্তিও স্থাপন করা হয়েছে । লোগানাথনের তরফে নির্মিত মন্দিরের নির্মাণ কাজ এখনও সম্পূর্ণ শেষ হয়নি ৷ তার আগেই ভিনগ্রহীদের মূর্তিগুলির ছবি ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায় ৷ এরপরেই খবরের শিরোনামে উঠে এসেছেন তিনি ৷
ভিনগ্রহীদের জন্য মন্দির গড়লেন ব্যক্তি (নিজস্ব ছবি)