নয়াদিল্লি, 18 মে:অধীর চৌধুরী নাকি মমতা বন্দ্যোপাধ্যায়? দু'য়ের মাঝে কার্যত মমতাকেই বেছে নিল কংগ্রেস ৷ সেইসঙ্গে অধীর চৌধুরীকে কড়া ভাষায় সর্বভারতীয় কংগ্রেস সভাপতি বুঝিয়ে দিলেন, হাইকমান্ডের সিদ্ধান্ত না-মানতে পারলে তাঁর জন্য বাইরের দরজা খোলা আছে ৷
রাজ্যে কংগ্রেস-সিপিএম জোট বেঁধে লড়ছে ৷ যা নিয়ে বারবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি স্পষ্টতই নির্বাচনী সভা থেকে জানিয়ে দিয়েছেন, পশ্চিমবঙ্গে বাম-কংগ্রেস বিরোধী অবস্থানে থাকলেও, কেন্দ্রে ইন্ডিয়া জোটকেই সমর্থন করবে তৃণমূল ৷ এমনকী একধাপ এগিয়ে সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, ইন্ডিয়া জোট কেন্দ্রে সরকার গঠন করলে বাইরে থেকে তাকে সমর্থন করবে তৃণমূল ৷ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটকে বাইরে থেকে সমর্থন করার প্রসঙ্গে বলতে গিয়ে শনিবার দলেরই প্রদেশ সভাপতি অধীর চৌধুরীকে কড়া ভাষায় সমঝে দিলেন মল্লিকার্জুন খাড়গে ৷ দলের অবস্থান যে এক্ষেত্রে অধীরের জন্য কড়া, তাও বুঝিয়ে দিলেন খাড়গে ৷
এদিন নয়াদিল্লিতে এক সাংবাদিক বৈঠকে কংগ্রেস সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, "মমতাজি বলেছেন বাইরে থেকে উনি সমর্থন করবে ৷ এর আগে উনি বলেছেন তিনি ইন্ডিয়া জোটের সরকারে সামিল হবেন ৷ বামেরাও ইউপিএ সরকারকে বাইরে থেকে সমর্থন করেছিল ৷ এটা নতুন কিছু নয় ৷ সুতরাং উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) জোটের সঙ্গে যে আছেন সেটা স্পষ্ট ৷" কিন্তু রাজ্য কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী কি মমতার এই ইন্ডিয়া জোটে সামিল হওয়াকে মেনে নেবেন ?
কারণ হিসাবে, মমতার প্রসঙ্গে এর আগেও অধীর চৌধুরীর মন্তব্য দলের বিপরীতেই ছিল ৷ যা নিয়ে এদিন প্রশ্ন করা হলে মল্লিকার্জুন খাড়গে বলেন, "কংগ্রেস নেতা অধীর রঞ্জনের মন্তব্য উদ্বেগের, যদিও তিনি কোনওরকম সিদ্ধান্তগ্রহণের কেউ নন। সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা আছি, দলের হাইকমান্ড এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন ৷ হাইকমান্ডের সিদ্ধান্তই চূড়ান্ত ৷ যদি হাইকমান্ডের সিদ্ধান্ত কেউ মানতে না-পারেন, তাঁদের জন্য বাইরের পথ খোলা আছে ৷"
আরও পড়ুন:
- আটক কেজরির আপ্তসহায়ক বিভব, মালিওয়াল মামলায় বাজেয়াপ্ত মুখ্যমন্ত্রীর বাড়ির সিসিটিভি ফুটেজ
- হাওয়া বুঝে বিরোধী জোটের পাশে, মমতাকে সুবিধাবাদী তকমা অধীরের
- কেন্দ্রীয় বাহিনী না থাকলে লোকসভা ভোট প্রহসন হতো, দরাজ সার্টিফিকেট অধীরের