পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ দেবেন্দ্রর, সঙ্গে দুই উপ শিন্ডে-পাওয়ার; শুভেচ্ছা প্রধানমন্ত্রীর - MAHARASHTRA GOVERNMENT FORMATION

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন দেবেন্দ্র ফড়নবিশ ৷ শেষ মুহূর্তে রাজি হয়ে উপ-মুখ্যমন্ত্রী হলেন একনাথ শিন্ডে, অজিত পাওয়ার ৷

Maharashtra CM oath taking ceremony
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন দেবেন্দ্র ফড়নবিশ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Dec 5, 2024, 4:58 PM IST

Updated : Dec 5, 2024, 6:42 PM IST

মুম্বই, 5 ডিসেম্বর: শেষ মুহূর্তে উপ-মুখ্যমন্ত্রী পদে রাজি হলেন ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ৷ বৃহস্পতিবার বিকেল 5.30 নাগাদ মহারাষ্ট্রের আজাদ ময়দানে শপথ নিলেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এবং তাঁর দুই উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও অজিত পাওয়ার ৷ জল্পনার অবসান ঘটিয়ে এক সপ্তাহেরও বেশি সময় পর গঠিত হল নয়া সরকার ৷ শপথ মঞ্চেই তাঁদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

এদিন এই শপথ অনুষ্ঠান হয়ে উঠেছিল তারকার হাট ৷ একদিকে বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা এবং কেন্দ্রীয় মন্ত্রীরা ৷ অন্যদিকে মুম্বইয়ের মহাতারকা শাহরুখ খান, সলমন খান, সঞ্জয় দত্ত, রণবীর কাপুর, রণবীর সিং থেকে শুরু করে ক্রিকেট জগতের সস্ত্রীক সচিন তেন্ডুলকর, শিল্পপতি মুকেশ অম্বানি, পুত্র অনিল অম্বানি, শিল্পপতি কুমারমঙ্গলম বিড়লাকেও দেখা গেল ৷

শপথ অনুষ্ঠানের সাক্ষী থাকতে আজাদ ময়দানে আসেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এছাড়া ছিলেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল, কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান, কেন্দ্রীয় সড়ক মন্ত্রী নীতিন গড়করি এবং অন্যরা ৷ ছিলেন এনডিএ জোট শরিক বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ৷

শিবসেনা প্রধান একনাথ শিন্ডে যে আরেক উপ-মুখ্যমন্ত্রী হবেন, তা নিশ্চিত হয়েছে শপথ নেওয়ার কয়েকঘণ্টা আগে ৷ বেলা তিনটে নাগাদ দলের বিধায়ক উদয় সামন্ত সাংবাদিকদের বলেন, "একনাথ শিন্ডে উপ-মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন ৷" তিনি আরও জানান, ভাবী মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ তাঁকে অনুরোধ করেছেন ৷

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর দেবেন্দ্র ফড়নবিশকে শুভেচ্ছা জানাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (ছবি: পিটিআই)

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে 23 নভেম্বর ৷ বিপুল জয় পেয়েছে মহাযুতি জোটের বিজেপি (132টি আসন), শিন্ডে শিবসেনা (57) এবং এনসিপি (41) ৷ অন্যদিকে মহাবিকাশ আঘাড়ি (এমভিএ) জোটের ফল এতটাই খারাপ হয়েছে যে বিরোধী দলের প্রয়োজনীয় আসন সংখ্যাটুকুও নেই সদস্য দলগুলির কাছে ৷ তাই এবার মহারাষ্ট্রের বিধানসভায় বিরোধী দলের আসন ফাঁকাই থাকছে ৷

ফল ঘোষণার পর থেকেই মহারাষ্ট্রের মসনদে কে বসবেন, তা নিয়ে জোর জল্পনা চলছিল ৷ একনাথ শিন্ডে 2022 সালের জুলাই থেকে মুখ্যমন্ত্রী ছিলেন ৷ এবারও তিনি মুখ্যমন্ত্রী থাকতে চেয়েছিলেন ৷ এদিকে বিজেপি শিবির থেকে দেবেন্দ্র ফড়নবীশের নাম একপ্রকার নিশ্চিতই ছিল ৷ এদিকে শিন্ডের শিবসেনাও একনাথকে মুখ্যমন্ত্রী করার দাবিতে অনড় ছিল ৷

একনাথ শিন্ডে, অজিত পাওয়ারকে সঙ্গে নিয়ে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ও বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করেন দেবেন্দ্র ফড়নবিশ ৷ তাতেও সমাধান সূত্রে পাওয়া যায়নি ৷ দিল্লি থেকে ফিরে ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে সাতারায় তাঁর গ্রামে চলে যান ৷ তিনি হতাশ হয়েই গ্রামে গিয়েছেন বলে শোনা গেলেও দলের তরফে জানানো হয়, তিনি দু'দিনের জন্য গ্রামে গিয়েছেন ৷

মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে যাওয়ার আগে মায়ের আশীর্বাদ নিচ্ছেন দেবেন্দ্র ফড়নবিশ (ছবি: পিটিআই)

গ্রাম থেকে ফিরে অসুস্থ হয়ে পড়েন ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী শিন্ডে ৷ মঙ্গলবার সকালে তিনি হাসপাতালে যান শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করাতে ৷ এদিনও তাঁর সঙ্গে দেখা করেন দেবেন্দ্র ফড়নবীশ ৷ গতকাল রাজ্যপালের কাছে গিয়ে সরকার গড়ার দাবি জানান বিজেপি নেতা ফড়নবীশ ও অজিত পাওয়ার ৷ তখন তাঁদের সঙ্গে ছিলেন একনাথ শিন্ডে ৷ ভাবী মুখ্যমন্ত্রী পরিষ্কার জানান, মহারাষ্ট্র সরকার চালাবেন তিনজনে একসঙ্গে ৷ সূত্রের খবর, গতকাল ফের শিন্ডেকে উপ-মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার জন্য অনুরোধ করেছিলেন বিজেপি নেতা ফড়নবীশ ৷ শেষে বরফ গলল শপথের কয়েক ঘণ্টা আগে ৷

Last Updated : Dec 5, 2024, 6:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details