কলকাতা, 24 এপ্রিল:শেষ হয়ে গেল দ্বিতীয় দফার ভোটের জন্য প্রচার ৷ 26 এপ্রিল, শুক্রবার দেশজুড়ে দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন ৷ প্রাথমিক সময়সূচি অনুসারে 13টি রাজ্যে 89টি আসনে ভোটগ্রহণের কথা থাকলেও ভোট হবে 88টি আসনে । 9 এপ্রিল বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রার্থী অশোক ভালভির মৃত্যুর পরে নির্বাচন কমিশন মধ্যপ্রদেশের বেতুল আসনের ভোটগ্রহণ পিছিয়ে 7মে (তৃতীয় পর্ব)-এ করে দিয়েছে ৷
দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গের তিনটি, অসমের পাঁচটি, বিহারের পাঁচটি, ছত্তিশগড়ের তিনটি, কর্ণাটকের 14টি, কেরলের 20টি, মধ্যপ্রদেশের ছয়টি, মহারাষ্ট্রের আটটি, মণিপুরের একটি, রাজস্থানের 13টি আসনে ভোটগ্রহণ হবে । ত্রিপুরায় একটি, উত্তরপ্রদেশে আটটি ও জম্মু ও কাশ্মীরের একটি আসনে হবে ভোটগ্রহণ ।
শুক্রে 88 আসনের ভোটে হেভিওয়েট প্রার্থী কারা ? প্রধান নির্বাচনী এলাকা
দ্বিতীয় দফায় প্রধান নির্বাচনী এলাকাগুলির মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের দার্জিলিং ও বালুরঘাট, বিহারের কিষাণগঞ্জ, অসমের শিলচর, ছত্তিশগড়ের কাঙ্কের, কর্ণাটকের বেঙ্গালুরু সেন্ট্রাল এবং বেঙ্গালুরু দক্ষিণ; কেরলের ওয়েনাড়, কোঝিকোড় এবং তিরুবনন্তপুরম, মধ্যপ্রদেশের দামোহ ও রেওয়া, মহারাষ্ট্রের আকোলা ও অমরাবতী, মণিপুরের আউটার মণিপুর, রাজস্থানের বারমের, কোটা, জালোর, আজমের, উত্তরপ্রদেশের মথুরা ও আলিগড় এবং জম্মু ও কাশ্মীরের জম্মু কেন্দ্র ৷
শুক্রে 88 আসনের ভোটে হেভিওয়েট প্রার্থী কারা ? বাংলায় কোথায় দ্বিতীয় দফা ?
এই পর্যায়ে পশ্চিমবঙ্গে তিনটি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে - দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট ৷ বিজেপির গড় হিসেবেই পরিচিত উত্তরবঙ্গ ৷ এবার বিদায়ী সাংসদ রাজু বিস্তাকেই প্রার্থী করেছে বিজেপি ৷ বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা এই সিদ্ধান্তে বিদ্রোহ ঘোষণা করে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন ৷ এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী গোপাল লামা ও কংগ্রেসের প্রার্থী মুনীশ তামাং ৷
দেশের উত্তর থেকে দক্ষিণ নানা জায়গায় হবে ভোট বালুরঘাট কেন্দ্রে বঙ্গ বিজেপির সভাপতি তথা বিদায়ী সাংসদ সুকান্ত মজুমদারের বিপক্ষে দাঁড়িয়েছেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র ও আরএসপি প্রার্থী জয়দেব সিদ্ধান্ত ৷
রায়গঞ্জ কেন্দ্রে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী, বিজেপি প্রার্থী কার্তিক পাল ও কংগ্রেস প্রার্থী আলি ইমরান রামজ (ভিক্টর)৷
হেভিওয়েট প্রার্থী
রাহুল গান্ধি (ওয়েনাড়): দ্বিতীয় দফায় প্রতিদ্বন্দ্বিতাকারী বড় নামগুলির মধ্যে রয়েছেন প্রাক্তন কংগ্রেস প্রধান রাহুল গান্ধি, যিনি কেরলের ওয়েনাড় থেকে লড়ছেন ৷ সেখানে দ্বিতীয়বার জেতার ব্যাপারে আশাবাদী তিনি ৷ বিজেপির রাজ্য সভাপতি কে সুরেন্দ্রণের মুখোমুখি রাহুল ৷ আর ওই আসনে ক্ষমতাসীন বামেদের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যানি রাজা ৷
রাহুল গান্ধি 2019 সালের নির্বাচনে উত্তরপ্রদেশের অমেঠিতে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির কাছে 55,120 ভোটের ব্যবধানে হেরে যাওয়ার পরে ওয়েনাড়ে চলে গিয়েছিলেন । সেখানে সিপিআই-এর পিপি সুনিরের বিপরীতে 706,367 ভোট পান ।
হেমা মালিনী (মথুরা):প্রখ্যাত অভিনেত্রী এবং রাজনীতিবিদ হেমা মালিনী উত্তরপ্রদেশের মথুরা নির্বাচনী এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যেটি তিনি 2014 সাল থেকে বিজেপির টিকিটে জিতে আসছেন । এবার তিনি কংগ্রেস প্রার্থী এবং উত্তরপ্রদেশে কংগ্রেস ইউনিটের রাজ্য সভাপতি মুকেশ ধাঙ্গারের বিরুদ্ধে ।
2019 লোকসভা নির্বাচনে হেমা মালিনী 5,30,000 ভোট পেয়েছিলেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রীয় লোক দল (আরএলডি) এর কুনওয়ার নরেন্দ্র সিংকে 2,93,000 ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করেছিলেন তিনি ৷
অরুণ গোভিল (মেরঠ): টিভিতে রামায়ণ ধারাবাহিকে রামের চরিত্রে অভিনয় করা অরুণ গোভিল এবার মেরঠ লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন । গোভিল বিএসপি-র দেবব্রত কুমার ত্যাগী এবং এসপি-র সুনীতা ভার্মার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন । এই আসনে 2019 সালে বিজেপির রাজেন্দ্র আগরওয়াল বিএসপি-এর হাজি মহম্মদ ইয়াকুবের বিরুদ্ধে 5.86 লক্ষেরও বেশি ভোটে জিতেছিলেন ।
অন্যান্য প্রধান প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য নাম হল কংগ্রেসের শশী থারুর (তিরুবনন্তপুরম), ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল (রাজনান্দগাঁও), কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত (যোধপুর), লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা (কোটা), বঞ্চিত বহুজন আঘাড়ি (ভিবিএ) প্রধান প্রকাশ আম্বেদকর (আকোলা) এবং বিজেপি বাংলার সভাপতি সুকান্ত মজুমদার (বালুরঘাট) ।
আজ দ্বিতীয় পর্বের প্রচার শেষ
লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটপ্রচার আজ সন্ধ্যা 6টায় শেষ হবে । নীরবতার সময়কাল শুরু হয় নির্বাচনের সমাপ্তির 48 ঘণ্টা আগে থেকে ৷ যে সময়ে কোনও ধরনের প্রচার নিষিদ্ধ । এই সময় কোনও জনসভা, বক্তৃতা, সাক্ষাৎকার এবং প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নির্বাচন-সম্পর্কিত সামগ্রী প্রদর্শন বা প্রচার করা থেকে সবাই বিরত থাকে ।
এই নীরবতাকালের উদ্দেশ্য হল ভোটাররা শেষ মুহূর্তের প্রচারের দ্বারা যাতে প্রভাবিত না হয়ে তাঁদের ভোট দেওয়ার আগে নিজেদের ভাবনাচিন্তার প্রতিফলন ঘটিয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোটদান করতে পারেন ৷
লোকসভা নির্বাচনের প্রথম ধাপে 21টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 102টি সংসদীয় আসনে প্রায় 65 শতাংশ ভোট পড়েছে । 543টি লোকসভা আসনের জন্য সাত দফায় ভোট হবে । শেষ ধাপের ভোট হবে 1 জুন । ভোট গণনা হবে 4 জুন ৷
আরও পড়ুন:
- 'দেশের জন্য মঙ্গলসূত্র বলিদান দিয়েছেন মা', মোদিকে মনে করালেন প্রিয়াঙ্কা
- 'সেলিম পরিযায়ী নেতা, ব্রাঞ্চ ম্যানেজার অধীর গদ্দার'; 'ইন্ডিয়া' নিয়ে চাঁছাছোলা অভিষেক
- অধীরের ঘূর্ণি পিচে কি ঝোড়ো ব্যাট করবেন 46 কোটির ইউসুফ পাঠান ?