ধর্মভারম (অন্ধ্রপ্রদেশ), 5 মে: তৃতীয় দফার নির্বাচনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 400 আসনের লক্ষ্যের আরও কাছে পৌঁছে যাবেন ৷ চলতি লোকসভা নির্বাচনের প্রচারে রবিবার অন্ধ্রপ্রদেশ থেকে এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তাঁর কথায়, "প্রথম দুই দফার পর মোদি 100-র উপরে আসন পেয়ে গিয়েছেন ৷"
শাহের দাবি অনুযায়ী, প্রথম দু’দফার ভোটের পর প্রধানমন্ত্রী তাঁর লক্ষ্যের অনেক কাছে পৌঁছে গিয়েছেন ৷ একশো আসনের মাত্রা পার করে গিয়েছে বিজেপি ৷ তিনি বলেন, "পুরো দেশ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তৃতীয়বারের জন্য মোদিকে তারা প্রধানমন্ত্রী করবে ৷" এদিন অন্ধ্রপ্রদেশের শাসকদল ওয়াইএসআর কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতিতে মদত দেওয়ার অভিযোগ তুলেছেন শাহ ৷
ওয়াইএস জগনমোহন রেড্ডির নেতৃত্বাধীন অন্ধ্রপ্রদেশ সরকারকে একহাত নেন শাহ ৷ তিনি বলেন, "গুন্ডা ও দুষ্কৃতীদের রাজত্বকে শেষ করতে অন্ধ্রপ্রদেশে বিজেপি, টিডিপি ও পবন কল্যাণের জনসেনা ঐক্যবদ্ধ হয়েছে ৷ রাজ্যের বালি মাফিয়া ও লাগাতার দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে অমরাবতীকে আবারও অন্ধ্রের রাজধানী করতে মরিয়া আমরা ৷" উল্লেখ্য, লোকসভা নির্বাচনের সঙ্গেই অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচন হচ্ছে ৷ যেখানে গতবারের প্রতিদ্বন্দ্বী বিজেপি ও তেলেগু দেশম পার্টি, এবার একসঙ্গে লড়ছে ৷